#মুম্বই: সারা দেশ লড়াই করছে করোনা ভাইরাসের সঙ্গে। ভাইরাসের মোকাবিলার জন্য মানুষকে করা হয়েছে গৃহবন্দি। তবে শুধু রোগের মোকাবিলা নয় এই সময় দরকার আর্থিক সাহায্যেরও। সাধারণ মানুষের পাশে বলি থেকে টলির অনেক সেলেবরাই দাঁড়িয়েছেন। কিন্তু এই মারণ রোগের সঙ্গে লড়তে হলে দরকার আরও আর্থিক সাহায্যের। গোটা দেশে কাজ বন্ধ। টানা লকডাউনের জেরে অর্থনীতির অবস্থাও বেহাল। এই সব কিছুকে মাথায় রেখেই বলি সেলেবরা আরও কিছু অর্থের জন্য ঘরে বসেই করেছিলেন 'আই ফর ইন্ডিয়া' কনসার্ট। যেখানে শাহরুখ, মাধুরী, রানি মুখার্জী, অক্ষয় কুমারের মতো শিল্পীদের পাশাপাশি ছিলেন এ আর রহমান, আলিয়া ভাট, টাইগার শ্রফের মতো অনেকেই। এই কনর্সাটে যা টাকা উঠবে সবটাই দান করা হবে। ৬০ কোটি টাকা টার্গেট ছিল। যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। এখানে সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই নিজেদের ইচ্ছে মতো আর্থিক সাহায্য করতে পারবেন।
টাইগার শ্রফও এই লড়াইয়ে নিজেকে সামিল করেছেন। তিনি গাইলেন তাঁর প্রিয় ছবির গান। বরুণ ধাওয়ান অভিনীত ছবি 'অক্টোবর' ছবির 'ঠেহর জা' গানটি গেয়েছেন তিনি। টাইগার গান গাইতে খুব লজ্জা পান। তাই তিনি চোখে সানগ্লাস পরে নিয়েছিলেন। যদিও বরুণ ধাওয়ান বলেছিলেন, " আমি চ্যালেঞ্জ করছি তুমি পারবে না।" মজা করেই লিখেছিলেন। সকলকে অবাক করে টাইগার গানটি গান। এরপর বরুণ নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করে প্রশংসা করেন টাইগারের। যদিও ভক্ত মহলে এই গান গেয়ে শুধু প্রশংসিত হচ্ছেন টাইগার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: I for India, Tiger Shroff, Varun Dhawan