corona virus btn
corona virus btn
Loading

প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না করেই দ্বিতীয় বিয়ে করেছিলেন এই বলি তারকারা!

প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না করেই দ্বিতীয় বিয়ে করেছিলেন এই বলি তারকারা!
  • Share this:

• বিয়ের প্রকৃত অর্থ দু’টি মানুষের মধ্যে মনের ও আত্মার মিলন ৷ আর ভালবাসা যে প্রকৃতই অন্ধ হয় তার প্রমাণ রেখেছেন বেশ কিছু বলিউড কাপল ৷ বিবাহিত হওয়া সত্ত্বেও ফের প্রেমে পড়েছেন তাঁরা ৷ এবং প্রথম ভালবাসার মানুষটিকে জীবন থেকে ছেঁটে না ফেলেই নতুন ভালবাসার বন্ধনে ধরা দিয়েছেন ৷ দেখে নেওয়া যাক এমন কিছু দম্পতিকে- • ধর্মেন্দ্র-হেমা মালিনী: প্রথমেই আসে বলিউডের এই হেভি ওয়েট দম্পতির কথা ৷ প্রথমা স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে ডিভোর্স না করেই ড্রিম গার্লের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ধর্মেন্দ্র ৷ কিন্তু হিন্দু ধর্মে বহু বিবাহ স্বীকৃত নয় ৷ সে কারণে ধর্মেন্দ্র আর হেমা প্রথমে ইসলাম ধর্মগ্রহণ করেন ৷ তারপর এক হয় চারহাত ৷ • সঞ্জয় খান-জিনত আমন: বলিউডে সে সময়ের জোর গুঞ্জন ছিল, সঞ্জয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন জিনত আমন ৷ কিন্তু তখনও সঞ্জয়ের প্রথমা স্ত্রী জারিন খানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়নি ৷ জারিনও এই নিয়ে অনেক জলঘোলা করেন ৷ শেষ পর্যন্ত বিভোর্স হয়ে যায় সঞ্জয়ের ৷ কিন্তু জিনতের সঙ্গে তার সম্পর্কটাও টেঁকেনি ৷

সেলিম খান-হেলেন: বলিউডের অন্যতম রোম্যান্টিক কাপলদের তালিকায় উঠে আসবে সেলিম-হেলেনের জুটি ৷ কিন্তু প্রথমা স্ত্রী সালমার সঙ্গে বিচ্ছেদ না করেই হেলেনকে বিয়ে করেন সেলিম ৷ সালমাকে কখনও ছেড়ে আসেননি তিনি ৷ সালমা-সেলিমের তিন ছেলে ৷ সলমন, আরবাজ ও সোহেল খান ৷ এক বোন অলভিরা ৷ আর হেলেন-সেলিমের একমাত্র দত্তক সন্তান অর্পিতা খান ৷ এখন এঁরা সকলেই একই বাড়িতে একসঙ্গে বাস করেন ৷ • উদিত নারায়ণ-দীপা: প্রথমা স্ত্রী রঞ্জনার সঙ্গে ডিভোর্স না হতেই দীপার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন উদিত নারায়ণ ৷ কিন্তু রঞ্জনা আইনি লড়াইয়ে নামেন ৷ শেষ পর্যন্ত গ্রেফতারির সম্ভাবনা দেখা দেওয়ায় রঞ্জনার সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন উদিত ৷ রঞ্জনাকে প্রথম স্ত্রীর মর্যাদা ও তাঁর অধিকার ফিরিয়ে দেন তিনি ৷ অন্যদিকে, দীপাকেও তাঁর প্রাপ্য অধিকার দিয়ে দুই স্ত্রীকে নিয়েই পথ চলার সিদ্ধান্ত নেন ৷

Published by: Simli Raha
First published: January 14, 2020, 11:05 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर