প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না করেই দ্বিতীয় বিয়ে করেছিলেন এই বলি তারকারা!

Last Updated:
• বিয়ের প্রকৃত অর্থ দু’টি মানুষের মধ্যে মনের ও আত্মার মিলন ৷ আর ভালবাসা যে প্রকৃতই অন্ধ হয় তার প্রমাণ রেখেছেন বেশ কিছু বলিউড কাপল ৷ বিবাহিত হওয়া সত্ত্বেও ফের প্রেমে পড়েছেন তাঁরা ৷ এবং প্রথম ভালবাসার মানুষটিকে জীবন থেকে ছেঁটে না ফেলেই নতুন ভালবাসার বন্ধনে ধরা দিয়েছেন ৷ দেখে নেওয়া যাক এমন কিছু দম্পতিকে-
ধর্মেন্দ্র-হেমা মালিনী: প্রথমেই আসে বলিউডের এই হেভি ওয়েট দম্পতির কথা ৷ প্রথমা স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে ডিভোর্স না করেই ড্রিম গার্লের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ধর্মেন্দ্র ৷ কিন্তু হিন্দু ধর্মে বহু বিবাহ স্বীকৃত নয় ৷ সে কারণে ধর্মেন্দ্র আর হেমা প্রথমে ইসলাম ধর্মগ্রহণ করেন ৷ তারপর এক হয় চারহাত ৷
advertisement
সঞ্জয় খান-জিনত আমন: বলিউডে সে সময়ের জোর গুঞ্জন ছিল, সঞ্জয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন জিনত আমন ৷ কিন্তু তখনও সঞ্জয়ের প্রথমা স্ত্রী জারিন খানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়নি ৷ জারিনও এই নিয়ে অনেক জলঘোলা করেন ৷ শেষ পর্যন্ত বিভোর্স হয়ে যায় সঞ্জয়ের ৷ কিন্তু জিনতের সঙ্গে তার সম্পর্কটাও টেঁকেনি ৷
advertisement
advertisement
সেলিম খান-হেলেন: বলিউডের অন্যতম রোম্যান্টিক কাপলদের তালিকায় উঠে আসবে সেলিম-হেলেনের জুটি ৷ কিন্তু প্রথমা স্ত্রী সালমার সঙ্গে বিচ্ছেদ না করেই হেলেনকে বিয়ে করেন সেলিম ৷ সালমাকে কখনও ছেড়ে আসেননি তিনি ৷ সালমা-সেলিমের তিন ছেলে ৷ সলমন, আরবাজ ও সোহেল খান ৷ এক বোন অলভিরা ৷ আর হেলেন-সেলিমের একমাত্র দত্তক সন্তান অর্পিতা খান ৷ এখন এঁরা সকলেই একই বাড়িতে একসঙ্গে বাস করেন ৷
advertisement
উদিত নারায়ণ-দীপা: প্রথমা স্ত্রী রঞ্জনার সঙ্গে ডিভোর্স না হতেই দীপার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন উদিত নারায়ণ ৷ কিন্তু রঞ্জনা আইনি লড়াইয়ে নামেন ৷ শেষ পর্যন্ত গ্রেফতারির সম্ভাবনা দেখা দেওয়ায় রঞ্জনার সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন উদিত ৷ রঞ্জনাকে প্রথম স্ত্রীর মর্যাদা ও তাঁর অধিকার ফিরিয়ে দেন তিনি ৷ অন্যদিকে, দীপাকেও তাঁর প্রাপ্য অধিকার দিয়ে দুই স্ত্রীকে নিয়েই পথ চলার সিদ্ধান্ত নেন ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না করেই দ্বিতীয় বিয়ে করেছিলেন এই বলি তারকারা!
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement