#মুম্বই: শাহরুখ খান সব সময় অভিনয়ের সেরা কিং খান। সাফল্য তাঁকে প্রতি পদক্ষেপে ছুঁয়ে যায়। তিনি একবার এগোতে শুরু করলে আর পিছন ফিরে তাকান না। সিনেমা চলুক বা না চলুক শাহরুখ তাঁর কাজটা মন দিয়েই করেন। নিজেকে ভেঙেচুরে নতুন করে তৈরি করতে তিনি সব সময় সবার আগে। তবে আজ শাহরুখ খানের জীবনের সবচেয়ে গর্বের দিন। কারণ বাবা যত বড়ই হোন না কেন, তাঁর সন্তান কিছু করলে তা সব সময়ই গর্বের হয়।
সামনে এসেছে 'দ্য লায়ন কিং'-এর টিজার। এর আগের টিজারে দেখা গিয়েছিল শাহরুখ গলা দিয়েছেন ছোট্ট সিংহ ছানা সিম্বার বাবা মুস্তাফার চরিত্রে। আর তাঁর ছেলে আরিয়ান খান ছোট্ট সিম্বার গলায় নিজের আওয়াজ দিয়েছেন। সেই গলার আওয়াজ শুনলে আপনি চমকাতে বাধ্য। একেবারে যেন শাহরুখ খানের গলা। শুনলেই বুকের ভেতর যেন কেমন একটা করে ওঠে। কি করে আরিয়ানের গলা একেবারে শাহরুখের মতোই হতে পারে। বোঝা যাচ্ছে আরিয়ান বাবার পথেই হাঁটবেন। বাবার মতো সাফল্য তাঁকেও ছুঁয়ে যাবে।নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাহরুখ খান ছবির টিজার পোস্ট করে লেখেন, "আমার সিম্বা"---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aryan khan, Shahrukh Khan, Simba, The Lion King