বলুন তো মেয়েটি সাইনা নেহওয়াল, নাকি অন্য কেউ?

Last Updated:

একটু ভাল করে দেখলেই বোঝা যাবে ইনি সাইনা নন, শ্রদ্ধা কাপুর ৷ তবে সাইনার বেশে ৷

#মুম্বই: প্রায় একইরকম লুকস, চেনা পোশাক ৷ জয়ের পর সেই ভঙ্গিমাটাও অত্যন্ত চেনা ৷ তাহলে কী তিনিই ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ?
একটু ভাল করে দেখলেই বোঝা যাবে ইনি সাইনা নন, শ্রদ্ধা কাপুর ৷ তবে সাইনার বেশে ৷ কারণটা তো বেশিরভাগেরই জানা ৷ সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন শ্রদ্ধা ৷ এদিন সেই ছবির ফার্স্ট লুকই এল সামনে ৷ যা দেখে এককথায় ফুল মার্কস দিচ্ছেন সমালোচকরা ৷ অনেকেই মনে করছেন, শ্রদ্ধাকে দুর্দান্ত মানিয়েছে ব্যাডমিন্টন তারকার চরিত্রে ৷
advertisement
সম্প্রতি নিজের ইনস্টাগ্রেম এই ছবিটি শেয়ার করেছেন স্বয়ং নায়িকা ৷ লাল টি-শার্ট, নীল স্কার্ট, হাতে ব্যাডমিন্টন র‍্যাকেট, অন্যহাত মুষ্ঠিবদ্ধ ৷ এনার্জিতে পূর্ণ তাঁর ভঙ্গিমা ৷ শ্রদ্ধার এই নয়া অবতার কিন্তু নজর কাড়ছে সিনেপ্রেমীদের ৷
advertisement
View this post on Instagram

#SAINA

A post shared by Shraddha (@shraddhakapoor) on

advertisement
এই মুহূর্তে জোর কদমে চলছে শ্রদ্ধার ব্যাডমিন্টনের প্রশিক্ষণ ৷ পর্দায় সাইনা হয়ে উঠতে ৪০টি ক্লাস করেছেন নায়িকা ৷ শ্রদ্ধা জানালেন, ‘‘এটা খুবই কঠিন একটা খেলা ৷ তবে আমি নিজের মতো করে খুবই এনজয় করছি ৷ সাইনার জার্নিটাও আমাকে খুব উৎসাহ দেয় ৷ ব্যর্থনা, আঘাত, জয়...সবটাই আমি নিজের ক্ষেত্রেও রিলেট করতে পারি ৷’’
advertisement
আসোল গুপ্তর পরিচালনায় শুরু হয়ে গিয়েছে সাইনার বায়োপিকের শুটিং ৷ এখন সাইনারূপী শ্রদ্ধাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন দর্শকরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলুন তো মেয়েটি সাইনা নেহওয়াল, নাকি অন্য কেউ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement