#MeToo কেসে বদলা না নিয়ে নানা পটেকরকে কোনও ভাবেই ছাড়বেন না তনুশ্রী দত্ত ! নিলেন নতুন পদক্ষেপ
Last Updated:
#মুম্বই: তনুশ্রী দত্ত বলিউডের বেশ কয়েকটি সিনেমায় ভাল কাজ করে নাম করেছিলেন। কিন্তু খুব অল্প দিনই তাঁকে কাজ করতে দেখা যায়। কাজ ছাড়ার পর তনুশ্রীর চেহাড়াতেও বেশ পরিবর্তন আসে। তিনি অনেকটাই বদলে যান। কিন্তু তিনি যখন কাজ করতেন সেই সময় নানা পটেকর তাঁর সঙ্গে অশালীন আচরন করেন। এবং সেই কারণে তনুশ্রী মিটু অভিযোগ আনেন নানা পটেকরের বিরুদ্ধে। সেই অভিযোগে কেসও চলে নানার বিরুদ্ধে। তবে নানা ওই কেসে ক্লিন চিট সার্টিফিকেট পেয়ে যান।
যদিও এতে দমে যাওয়ার পাত্রী নন তনুশ্রী। নানাকে তিনি কিছুতেই মিটু কেস থেকে মুক্তি পেতে দেবেন না। আর সেই জন্যই তিনি নানার ক্লিন চিট পাওয়ার পর আবারও তনুশ্রী প্রোটেস্ট পিটিশন ফাইল করার সিদ্ধান্ত নিলেন। তবে এই কেসে তনুশ্রীকে আদালত কোনও শুনানি দিল না। কারণ, উকিল থেকে শুরু করে সকলে কোর্টে উপস্থিত থাকলেও ওশিওয়াডা পুলিশ অফিসের একজন অফিসারও সেদিন কোর্টে উপস্থিত না থাকার জন্য শুনানির ডেট পিছিয়ে গেল সেপ্টেম্বরের ৭ তারিখ। তবুও তনুশ্রী ছাড়ার পাত্রী নয়। এই লড়াইয়ের শেষ তিনি দেখে ছাড়বেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2019 4:19 PM IST