Tanisha Mukherjee: ৪৩ বছর বয়সেও অবিবাহিত কাজলের বোন! পরিবার কী বলছে তনিশাকে

Last Updated:

৪৩ বছর বয়স হয়ে গিয়েছে। কিন্তু এখনও বিয়ে করেননি তিনি। এই ব্যাপারে পরিবারের প্রতিক্রিয়া কী, তা নিয়ে খোলাখুলি আলোচনা করলেন তনিশা।

#মুম্বই: বলিউডে নীল অ্যান্ড নিকি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী কাজলের বোন তনিশা মুখোপাধ্যায় (Tanisha Mukherjee)। এর পরে বিগবসে গিয়ে নজর কেড়েছিলেন তিনি। সেই রিয়্যালিটি শোয়ে একটি সম্পর্কে জড়ালেও বর্তমানে তিনি অবিবাহিত। ৪৩ বছর বয়স হয়ে গিয়েছে। কিন্তু এখনও বিয়ে করেননি তিনি। এই ব্যাপারে পরিবারের প্রতিক্রিয়া কী, তা নিয়ে খোলাখুলি আলোচনা করলেন তনিশা। অভিনেত্রী জানান, তাঁর পরিবার কখনও বিয়ে নিয়ে তাঁকে জোর দেয়নি।
এক পরিবারের কাছে সাক্ষাৎকারে তনিশা বলেন, এমন পরিবার পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন। তিনি বলেছিলেন, আমার পরিবার কখনও জোর করেনি। আমার পরিবার খুব ভালো। ওদের জন্যই আমার জীবন এত সুন্দর। আমি ধন্য এমন পরিবার পেয়ে।
স্বল্পদৈর্ঘ্যের ছবি 'লাইফ ইজ শর্ট' এ অভিনয় করতে চলেছেন তনিশা। অভিনেত্রী বলছেন, আমার মা সব সময়ে এই কথাটাই বলেন। তাই এই ছবিটা করছি বলে তিনি খুব খুশি। আমার ঠাকুমাও বলতেন- জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করো কারণ আমাদের জীবন খুব ছোট। বিক্রম যখন ছবির কথা বললেন, আমি ভাবলাম, আমরা তো সব সময়েই এ‌‌টাই বলি। এটা জীবনের প্রতি ক্ষেত্রেই প্রযোজ্য।
advertisement
advertisement
তনিশা বিয়ে ও সন্তান ধারণ নিয়ে বলছেন, সন্তান না নেওয়াটাও কিন্তু স্বাভাবিক। কেউ দত্তক নিতেই পারেন। এসব নিয়ে মানুষের আরও বেশি কথা বলা উচিত। মহিলারা চাইলে সন্তান নাই নিতে পারেন। এটাই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। বিয়ে না করা বা সম্পর্কে না থাকাও স্বাভাবিক ব্যাপার।
প্রসঙ্গত, তনিশা বলিউডের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তাঁর মা ও বাবাও এই দুনিয়ারই। ২০০৩ সালে বলিউডে পা রেখেছিলেন তিনি। বিগবসে গিয়ে আরমান কোহলির সঙ্গে সম্পর্কে যান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tanisha Mukherjee: ৪৩ বছর বয়সেও অবিবাহিত কাজলের বোন! পরিবার কী বলছে তনিশাকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement