প্রথমদিনের রেজাল্ট আউট, Chhapaak-কে পিছনে ফেলে এগিয়ে Tanhaji

Last Updated:

ছপাককে পিছনে ফেলে অনেক এগিয়ে গেল অজয়-কাজল-সইফ অভিনীত তানহাজি।

#কলকাতা: নাহ! হাজারও বির্তকের মাঝেও শেষ রক্ষা হলো না ছপাকের। প্রথমদিনের হল কালেকশনে মুখ থুবড়ে পড়ল দীপিকার ছপাক। ছপাককে পিছনে ফেলে অনেক এগিয়ে গেল অজয়-কাজল-সইফ অভিনীত তানহাজি।
একদিকে একা দীপিকা পাড়ুকোন। অন্যদিকে অজয় দেবগন-কাজল-সইফ আলি খান। একদিকে অজয় দেবগনের সেঞ্চুরি ফিল্ম। অন্যদিকে দীপিকা প্রযোজিত প্রথম ছবি। একদিকে মারাঠি যোদ্ধা তানহাজির গল্প। যেখানে ধরা পড়েছে ইতিহাস। অন্যদিকে বর্তমানের বাস্তবতা। পনেরো বছর বয়সে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প। দুটো ছবিই মুক্তি পেল একই দিনে। ছপাকের নায়িকা দীপিকা পাড়ুকোন জেএনইউ-র ছাত্রদের পাশে দাঁড়াতেই নতুন বিতর্ক।
advertisement
ছবি মুক্তির আগে জেএনইউতে হাজির ছবির নায়িকা-প্রযোজক দীপিকা। সেকারণেই মনে করা হয়েছিল, হয়তো নিজের ছবির প্রচারেই দাঁড়িয়েছেন জেএনইউ ছাত্র-ছাত্রীদের পাশে। যদি ধরেও নেওয়া যায় দীপিকা ছবির প্রচারের জন্য JNU-তে গিয়েছিলেন সেখানে দাঁড়িয়েও শেষ রক্ষা হল না। প্রথম দিনের বক্স অফিস কালেকশনে ছপাক-কে অনেক পিছনে ফেলে এগিয়ে গেল অজয় দেবগনের ছবি তানহাজি।
advertisement
advertisement
BO1578723730634
তানহাজির প্রথমদিনের বক্স অফিস কলেকশনে যেখানে ১৬ কোটি সেখানে ছপাকের কালেকশন মাত্র ৪.৭৫ কোটি। প্রায় ১১ কোটি টাকার ফারাক রয়েছে প্রথমদিনের হল কলেকশনে।
এই ছবি দেখে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ আগেই তানহাজি রিভিউ করে ট্যুইটও করেন। "দুরন্ত অভিজ্ঞতা তানহাজি। রোমহর্ষক ক্লাইম‍্যাক্স। অসামান‍্য পরিচালনা। সুপার ফর্মে অজয়-কাজল-সইফ। ২০২০-র প্রথম ১০০ কোটির ছবি তানহাজি। ’’
advertisement
এর আগেও দীপিকার ছবি পদ্মাবত করণিসেনার রোষের মুখে পড়ে। সেই বিতর্কের মধ্যে প্রথম দিনই ছবির কালেকশন ১৮ কোটি ছাপিয়ে যায়। সেই হিসেব হয়তো এবারে খুব একটা কাজে লাগল না ছপাকের ক্ষেত্রে ৷ পাশাপাশি আরও একটি বিষয় দেখার। তানহাজি সারা দেশে ২৭০০ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেখানে ছপাক মাত্র ১২০০ স্ক্রিনে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রথমদিনের রেজাল্ট আউট, Chhapaak-কে পিছনে ফেলে এগিয়ে Tanhaji
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement