#কলকাতা: নাহ! হাজারও বির্তকের মাঝেও শেষ রক্ষা হলো না ছপাকের। প্রথমদিনের হল কালেকশনে মুখ থুবড়ে পড়ল দীপিকার ছপাক। ছপাককে পিছনে ফেলে অনেক এগিয়ে গেল অজয়-কাজল-সইফ অভিনীত তানহাজি।
একদিকে একা দীপিকা পাড়ুকোন। অন্যদিকে অজয় দেবগন-কাজল-সইফ আলি খান। একদিকে অজয় দেবগনের সেঞ্চুরি ফিল্ম। অন্যদিকে দীপিকা প্রযোজিত প্রথম ছবি। একদিকে মারাঠি যোদ্ধা তানহাজির গল্প। যেখানে ধরা পড়েছে ইতিহাস। অন্যদিকে বর্তমানের বাস্তবতা। পনেরো বছর বয়সে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প। দুটো ছবিই মুক্তি পেল একই দিনে। ছপাকের নায়িকা দীপিকা পাড়ুকোন জেএনইউ-র ছাত্রদের পাশে দাঁড়াতেই নতুন বিতর্ক।
ছবি মুক্তির আগে জেএনইউতে হাজির ছবির নায়িকা-প্রযোজক দীপিকা। সেকারণেই মনে করা হয়েছিল, হয়তো নিজের ছবির প্রচারেই দাঁড়িয়েছেন জেএনইউ ছাত্র-ছাত্রীদের পাশে। যদি ধরেও নেওয়া যায় দীপিকা ছবির প্রচারের জন্য JNU-তে গিয়েছিলেন সেখানে দাঁড়িয়েও শেষ রক্ষা হল না। প্রথম দিনের বক্স অফিস কালেকশনে ছপাক-কে অনেক পিছনে ফেলে এগিয়ে গেল অজয় দেবগনের ছবি তানহাজি।
তানহাজির প্রথমদিনের বক্স অফিস কলেকশনে যেখানে ১৬ কোটি সেখানে ছপাকের কালেকশন মাত্র ৪.৭৫ কোটি। প্রায় ১১ কোটি টাকার ফারাক রয়েছে প্রথমদিনের হল কলেকশনে।
এই ছবি দেখে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ আগেই তানহাজি রিভিউ করে ট্যুইটও করেন। "দুরন্ত অভিজ্ঞতা তানহাজি। রোমহর্ষক ক্লাইম্যাক্স। অসামান্য পরিচালনা। সুপার ফর্মে অজয়-কাজল-সইফ। ২০২০-র প্রথম ১০০ কোটির ছবি তানহাজি। ’’
এর আগেও দীপিকার ছবি পদ্মাবত করণিসেনার রোষের মুখে পড়ে। সেই বিতর্কের মধ্যে প্রথম দিনই ছবির কালেকশন ১৮ কোটি ছাপিয়ে যায়। সেই হিসেব হয়তো এবারে খুব একটা কাজে লাগল না ছপাকের ক্ষেত্রে ৷ পাশাপাশি আরও একটি বিষয় দেখার। তানহাজি সারা দেশে ২৭০০ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেখানে ছপাক মাত্র ১২০০ স্ক্রিনে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhapaak, Tanhaji, Tanhaji Vs Chhapaak