আয়কর হানা তাপসীর বাড়ি! তার পরেই অভিনেত্রীকে 'শক্তিশালী যোদ্ধা' বলে সম্বোধন স্বরার
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
অভিনেত্রী তাপসী পান্নু ও পরিচালক অনুরাগ কাশ্যপের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। তার কিছুক্ষণের মধ্যেই তাপসীর প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেত্রী স্বরা ভাস্কর।
#মুম্বই: বুধবার অভিনেত্রী তাপসী পান্নু ও পরিচালক অনুরাগ কাশ্যপের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। তার কিছুক্ষণের মধ্যেই তাপসীর প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেত্রী স্বরা ভাস্কর। টুইট করে সতীর্থ সম্পর্কে প্রশংসা করেন অভিনেত্রী। জানা যাচ্ছে, অনুরাগ কাশ্যপ প্রোডাকশন হাউজ ফ্যান্টম ফিল্মের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নিয়ে জেরা করতেই এই অভিযান চালিয়েছে আয়কর দফতরের কর্তারা।
তবে তাপসীকে প্রশংসা করতে গেলেও টুইটে আয়কর অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি। টুইট করেছেন, তাপসীকে উৎসাহ দিতে এই টুইট। ও অসাধারণ এবং ওর মধ্যে যে দৃঢ় বিশ্বাস দেখতে পাই তা আজকের দিনে খুবই বিরল। এমনই শক্তিশালী থেকো যোদ্ধা।
Appreciation tweet for @taapsee who is an amazing girl with courage and conviction that is rare to see now days.. Stand strong warrior! ❤️
— Swara Bhasker (@ReallySwara) March 3, 2021
advertisement
advertisement
আয়কর দফতরের অভিযানের কিছুক্ষণের মধ্যেই পরিচালক অনুভব সিনহাও একটি টুইট করেন। তিনি লেখেন, কাশ্যপ ও তাপসী, তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। বুধবার আয়কর দফতর তাদের অভিযান শুরু করে সকালে। সেই অভিযান চলে সন্ধে পর্যন্ত। ২০১৮-য় ভেঙে ফেলা একটি প্রোডাকশন হাউজ এবং তার প্রোমোটারদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতেই এই অভিযান করে আয়কর।
advertisement
মুম্বই পুনে মিলিয়ে মোট ২০টি জায়গা আয়কর বিভাগের এই অভিযান চলছে। এই অভিযান ক্রমে আরও বড় বড় নাম উঠে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নু পরস্পরের ভালো বন্ধু হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। এছাড়া অনুরাগের পরিচালিত ছবি মনমরজিয়াতে অভিনয় করেছিলেন তাপসী। আগামীতেও একটি ছবির জন্য কাজ শুরু করেছেন দুজনে। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মতামত দিতেও দেখা যায় দুজনকেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2021 8:58 AM IST