#মুম্বই: মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন বলিটাউনের 'কেদারনাথ' সুশান্ত সিং রাজপুত। রবিবার দুপুরে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। বাড়ি থেকে পুলিশ খুঁজে পায় কিছু প্রেসক্রিপশন। প্রাথমিক অনুমান, অবসাদে ভুগছিলেন সুশান্ত।
কিন্তু কেন দানা বেঁধেছিল অবসাদ ? অর্থকষ্ট? বলিটাউনের স্বজনপোষণ ? ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ? সঠিক উত্তর জানা নেই কারও, নানা মুণির নানা মত! মৃত্যুর তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ-ও। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একেবারে সাধারণ নাগরিক থেকে তারকা, সুশান্তের কাছের বন্ধুরাও!
সম্প্রতি সুশান্ত ও তাঁর প্রাক্তন বান্ধবী অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু, প্রযোজক সন্দীপ সিং সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন। তিনি অঙ্কিতাকেই সুশান্তের আদর্শ জীবনসঙ্গী বলে উল্লেখ করেন। তাঁর মতে, অঙ্কিতাই ছিল সুশান্তের একাধারে মা, বন্ধু ও প্রেমিকা।
A post shared by Sandip Ssingh (@officialsandipssingh) on
advertisement
এই পোস্টের উত্তরে মুখ খুললেন কঙ্কনার বোন রঙ্গোলি! কেন বিচ্ছেদ হল সুশান্ত-অঙ্কিতার ? বিস্ফোরক রঙ্গোলি! তাঁর মতে, সুশান্তের 'ফ্যান্সি বলিউড' পিআর-এর জন্যই দু'জনের বিচ্ছেদ হয়। সুশান্তের নিয়োগ করা সেই পিআর নাকি তাঁকে বুঝিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে হেভিওয়েট হতে গেলে হেভিওয়েট-দের সঙ্গেই মিশতে হবে। মালাড-এ থাকলে, একজন টেলিভিশনের তারকার সঙ্গে সম্পর্ক রাখলে বলিউডে নাম করা অসম্বব! পিআর-ই নাকি মাথা ঘুরিয়ে দেয় সুশান্তের! আর তারপরই অঙ্কিতার ফ্ল্যাট ছেড়ে চলে আসেন সুশান্ত!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷