মাত্র একটা শটেই গোটা গানের শ্যুটিং শেষ করেছিলেন সুশান্ত! পুরষ্কার হিসাবে পেয়েছিলেন...
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
তাঁর উপর বিশ্বাস রেখেছিলেন ‘দিল বেচারা’র কোরিওগ্রাফার ফারহা খান । তিনি জানতেন, এই অসাধ্যসাধন একমাত্র সুশান্তই করতে পারবেন ।
#মুম্বই: এককথায় জিনিয়াস ছিলেন তিনি । যেমন অভিনয় দক্ষতা, তেমনই তুখোড় বুদ্ধি, তেমন সুন্দর ডান্সিং স্কিল, আবার পড়াশোনাতেও সেরা, দু’হাত চালাতে পারতেন একনাগাড়ে, মহাকাশ নিয়ে অসীম কৌতূহল, ফিজিক্সে অলিম্পিয়াড । প্রায় সমস্ত প্রতিভাই একসঙ্গে নিজের মধ্যে ধারণ করতেন সুশান্ত সিং রাজপুত ।
আর সে কারণেই তাঁর উপর বিশ্বাস রেখেছিলেন ‘দিল বেচারা’র কোরিওগ্রাফার ফারহা খান । তিনি জানতেন, এই অসাধ্যসাধন একমাত্র সুশান্তই করতে পারবেন । তাই তিনি সিদ্ধান্ত নেন, ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক এক শটেই ‘ওকে’ করবেন । এরপর শুরু হয় রিহার্সাল ।
advertisement
advertisement
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ফারহা জানিয়েছেন, ‘‘একটা গোটা দিন ওই নাচের রিহার্সাল চলে । তারপর মাত্র আধ বেলা শ্যুটিং করেই গানটি রেডি হয়ে যায় । সুশান্ত যে এটা পারবে আমি জানতাম । ও সেটা করে দেখিয়েছিল । তবে তাঁর জন্য ওকে একটা পুরষ্কার দিই আমি । সুশান্ত চেয়েছিল আমার হাতের রান্না খেতে । যখন একটা শটেই গোটা গান শ্যুট করা হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাই । ওঁর জন্য নিজে হাতে খাবার বানিয়ে আনি ।’’
advertisement
এরপর ফারহা বলেন, সুশান্ত’কে গোটা গানটাতেই দারুণ উৎফুল্ল আর খুশি লেগেছে । খুবই আনন্দে ছিল ও । এরপর পুরনো স্মৃতি রোমন্থন করে ফারহা বলেন, যখন তিনি একটি রিয়্যালিটি শোয়ের বিচারক ছিলেন, সুশান্তে সেখানে এসেছিলেন বিশেষ অতিথি হয়ে । একমাতচ্র সুশান্তই ছিলেন, যিনি প্রতিযোগীদের থেকে ভাল নাচতেন ।
advertisement
advertisement
সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’র ট্রেলার মুক্তি পেতেই বিশাল অঙ্কের রেকর্ড গড়েছে সেটি । এখন অপেক্ষা তাঁর শেষ ছবি মুক্তি পাওয়ার । আগামী ২৪ জুলাই জিডনি+হটস্টারে মুক্তি পাচ্ছে সেই ছবি ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2020 5:52 PM IST