শেষ ছবির শ্যুটিংয়ের সময় কেমন ছিলেন সুশান্ত? নতুন করে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষ ছবির নায়িকাকে !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এবার জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের শেষ ছবি দিল বেচারার নায়িকা সঞ্জনা সাংভিকে ৷
#মুম্বই: সুশান্তের রাজপুতের মৃত্যুটা যেন একটা বিদ্রোহ ৷ বলিউডের নোংরা মুখোশটাকে একেবারে সামনে নিয়ে আসা ৷ সোশ্যাল মিডিয়া উত্তাল করণ, সলমন, আলিয়াদের নিয়ে ৷ ফের যেন বলিউডের অন্দরে নেপোটিজম নিয়ে ঝড় ৷
এত বিতর্ককে সঙ্গে নিয়ে মুম্বই পুলিশ কিন্তু সুশান্তের মৃত্যুর রহস্যের পিছনে ছুটেই চলেছে ৷ নায়কের মৃত্যুর তদন্তে কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ ৷ এখনও অবধি মোট ২৭ জনের বয়ান নিয়েছে মুম্বই পুলিশ ৷ ঘণ্টায় ঘণ্টায় চলছে জিজ্ঞাসাবাদ ৷
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এবার জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের শেষ ছবি দিল বেচারার নায়িকা সঞ্জনা সাংভিকে ৷ তাঁর কাছ থেকে জানার চেষ্টা করে হবে, শেষ ছবির শ্যুটিংয়ের সময় শারীরিক ও মানসিক দিক থেকে ঠিক কেমন ছিলেন সুশান্ত ৷ শ্যুটিংয়ের সময় কোনওরকম সন্দেহজনক আচরণ সুশান্তের মধ্যে দেখা গিয়েছে কিনা, তাও জানার চেষ্টা করা হবে ৷ এমনকী, পুলিশ নায়িকার কাছে জানাতে চাইবে শ্যুটিংয়ের ফাঁকে কোনও ব্যক্তিগত সমস্যা বা কথা সুশান্ত সঞ্জনার কাছে শেয়ার করেছেন কিনা ৷
advertisement
advertisement
সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতার যে পরিণতি এরকম হবে তা মানাই যায় না ৷ ফিল্মের কেরিয়ারে মাত্র ১১ টা ছবি করেই চলে গেলেন সুশান্ত ৷ মুক্তি দেখা হল না তাঁর ১২ নম্বর ছবি ‘দিল বেচারা’-র ৷
জনপ্রিয় উপন্যাস ও একই নামের হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ৷ সুশান্তের বিপরীতে রয়েছেন নতুন নায়িকা সঞ্জনা সাংভি ৷ পরিচালক মুকেশ ছাবড়া এই ছবিতে দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন সঞ্জনা ৷
advertisement
এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে সিনেমা হলে আর মুক্তি পাওয়া হল না দিলা বেচারার ৷ অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’-এর মতোই সুশান্তের এই শেষ ছবি মুক্তি পেতে চলেছে ওটিটিতে ৷ ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হতে চলেছে সুশান্ত সিংরাজপুতের শেষ ছবি দিল বেচারা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2020 8:56 AM IST