• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কাঠুয়া এবং উন্নাও ধর্ষণকাণ্ডের পর মেয়ে নিশাকে কী বললেন সানি?

কাঠুয়া এবং উন্নাও ধর্ষণকাণ্ডের পর মেয়ে নিশাকে কী বললেন সানি?

Sunny Leone and Nisha. Photo: Twitter

Sunny Leone and Nisha. Photo: Twitter

দুই নাবালিকা ধর্ষণ কাণ্ডের বিভৎসতায় উত্তাল কাশ্মীর থেকে কন্যাকুমারী ৷ দুই ক্ষেত্রেই রক্ষকরাই চেহারা নিয়েছেন ভক্ষকের ৷

 • Share this:

  #মুম্বই: দুই নাবালিকা ধর্ষণ কাণ্ডের বিভৎসতায় উত্তাল কাশ্মীর থেকে কন্যাকুমারী ৷ দুই ক্ষেত্রেই রক্ষকরাই চেহারা নিয়েছেন ভক্ষকের ৷ দুই ধর্ষণকাণ্ডের প্রতিবাদে আজ মুখ খুলেছেন দেশের সাধারণ নাগরিক সমাজ থেকে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরাও ৷ বাদ গেলেন না সানি লিওনও ৷ দেশের এমন উদ্বেগজনক পরিস্থিতিতে এক মেয়ের মা হিসাবে ভয়ার্ত হলেন সানি ৷ মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায় ৷ সদ্যই নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন ইন্দো-কানাডিয়ান প্রাক্তণ এই পর্ন তারকা ৷ ছবিতে দেখা যাচ্ছে, ঘরের মেঝেতে বসে রয়েছেন সানি ৷ তাঁর কোলে রয়েছে মেয়ে নিশা ৷ ছাই রঙা জ্যাকেটের মধ্যে নিশাকে আড়াল করে নিয়েছেন মা সানি ৷ আর হাসি মুখে চেয়ে রয়েছেন মেয়ের দিকে ৷

  আরও পড়ুন: ইনি জনপ্রিয় নায়িকা, বলুন তো কে?

  এই ছবির সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী ৷ মেয়ে নিশার কাছে প্রমিশ করেছেন, পৃথিবীর সমস্ত খারাপের থেকে আড়াল করে রাখবেন তাঁকে ৷ শুধু তাই নয়, নিজের জীবনের বিনিময়েও মেয়েকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ এই বার্তার মাধ্যমে দেশের সমস্ত বাবা-মাকেই নিজের বাচ্চাকে রক্ষা করার আর্জিও জানিয়েছেন সানি ৷

  First published: