ইনি জনপ্রিয় নায়িকা, বলুন তো কে?
Last Updated:
মুখ দেখে খুব চেনা মনে হচ্ছে ? কিন্তু নামটা পেটে আসছে তবু মুখে আসছে না ? একটু ভাল করে দেখুন ৷ তারপরেও না মনে পড়লে ক্লু তো আছেই ৷
#মুম্বই: মুখ দেখে খুব চেনা মনে হচ্ছে ? কিন্তু নামটা পেটে আসছে তবু মুখে আসছে না ? একটু ভাল করে দেখুন ৷ তারপরেও না মনে পড়লে ক্লু তো আছেই ৷
এই মুহূর্তে তিনি কিন্তু বি-টাউনের যথেষ্ট পরিচিত মুখ ৷ যদিও জন্মসূত্রে ভারতীয় নন ৷ আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জনপ্রিয় মডেল ছিলেন তিনি ৷ এখন অবশ্য বলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন ৷ এ বার বোধহয় বুঝে গিয়েছেন ঠিক কার কথা বলতে চাইছি ৷ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন ৷ ডার্ক পিঙ্ক রঙের জামা পরা হাসি হাসি মুখের ওই পুঁচকেই আসলে আজকের জ্যাকলিন ফার্নান্ডেজ ৷
advertisement
advertisement
এ দিন ছিল শ্রীলঙ্কার নববর্ষ উৎসব ৷ আর সেই উপলক্ষ্যেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ ছবিতে দেখা যাচ্ছে মিষ্টি জ্যাকলিন একটি পিঙ্ক রঙের ড্রেস পরে রয়েছে ৷ আসলে এটিই জ্যাকলিনের প্রথম কন্দ্যন স্টাইলে পরা শাড়ি ৷ নিজের দেশের নববর্ষ উপলক্ষ্যে এই ছবিটি শেয়ার করে ‘রেস ৩’-র নায়িকা জানিয়েছেন সেই কথা ৷
advertisement
পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল সেই ছবি ৷ মাত্র দু’ঘণ্টার মধ্যে ৬ লক্ষ ১১ হাজার লাইক আর প্রায় ৫ হাজার কমেন্ট আসে ইনবক্সে ৷
advertisement
Location :
First Published :
April 15, 2018 11:08 AM IST