লকডাউনে বিপত্তি ! রক্তাক্ত সানি লিয়ন, কেটে বেরিয়ে গেল হাতের আঙুল, দিশেহারা স্বামী ড্যানিয়েল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সানির হাতের আঙুল কেটে গলগল করে রক্ত পড়ছে...
#মুম্বই: সানি লিয়ন... প্রাক্তন পর্নস্টার এখন বলিটাউনের মধ্যমণি। চুটিয়ে একের পর এক ছবি করছেন, পাইপলাইনেও একাধিক প্রজেক্ট। ছটফটে মনের মেয়ে সানি, কখন যে কী করে বসবেন, বলা মুশকিল। এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় 'ভাইরাল' সানির হাত কেটে যাওয়ার একটি ভিডিও! ভিডিওটিতে দেখা যাচ্ছে রান্নাঘরে সানি, হাতের একটা আঙুল কেটে গিয়ে গলগল করে রক্ত বেরচ্ছে! পরিত্রাহি চিৎকার করে ডাকছেন স্বামী ড্যানিয়েল ওয়েবারকে!
সানির ডাকে ছুটে এসেছেন ড্যানিয়েল। স্ত্রীকে ওই অবস্থায় দেখে তো ড্যানিয়েলের কালঘাম ছোটে আর কী!
advertisement
advertisement
কিছুক্ষণের মধ্যেই ড্যানিয়েল বুঝতে পারেন স্ত্রী আদতে তাঁর সঙ্গে মজা করছেন! ইনস্টাগ্রামের ভিডিওটি পোস্ট করেছেন সানি নিজেই! লকডাউনের অবসরে গৃহবন্দি জীবনে সময় কাটানো বড় দায়! কাজেই ড্যানিয়েলের সঙ্গে একটু আধটু মজা করছেন 'জিসম থ্রি' সুন্দরী! ভিডিওটির শুরুতে দেখা যায় সানি লিওন তাঁর হাতে লাল রঙ মাখছেন, প্রথম দেখাতে যে-কেউ রক্ত বলে ভুল করবেন! এরপর চিৎকার করে স্বামীকে ডাকতে থাকেন। ড্যানিয়েল ছুটে এসে সেই দৃশ্য দেখে বিভৎস ভয় পেয়ে যান! যদিও আসল ঘটনাটা বুঝতে পেরে তিনি সানির ওপর খানিক বিরক্তও হন! তবে সানি ড্যানিয়েলের এই খুনসুটি নেটিজনরা বেজায় পছন্দ করেছেন!
advertisement
View this post on InstagramThis ain’t no cooking video!!!! Haha @dirrty99 got pranked and served!!
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2020 5:37 PM IST

