সব সমস্যার সমাধান ! শহর কাঁপাতে আসছেন সানি ! আনন্দে নাচছে বেঙ্গালুরু !

Last Updated:
#বেঙ্গালুরু: গত বছর 'নিউ ইয়ার ইভ'-এ বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা ছিল বলিটাউনের 'হট প্রপার্টি' সানি লিওন-এর। কিন্তু সেই শো বাতিল হয়ে যায়। কারণ? কর্ণাটকা রকাশনা ভেডিক(কেআরভি) নামক একটি সংস্থা  অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করে। তাদের মতে, সানি লিওনের 'সাংস্কৃতিক' অনুষ্ঠান আদতে অপসংস্কৃতি ছাড়া আর কিছু নয়। বেঙ্গালুরুর সংস্কৃতির মুখে কালি লেপে দেওয়া!
সেবছরই ঘোষণা করা হয়েছিল, এ'বছর নভেম্বর মাসের ৩ তারিখ বেঙ্গালুরুতেই 'পিউরিটি অ্যান্ড এক্সপ্রেশন' শোয়ে পারফর্ম করবেন বোল্ড বিউটি। শোয়ের অরগানাইজার 'টাইম ক্রিয়েশন'। অনুষ্ঠানটি হবে শহরের টেক পার্ক-এ। অরগানাইজারদের মতে, এটিই হতে চলেছে শহরের সবথেকে বড় পার্টি।
কিন্তু ফের শোয়ে সানির পারফর্ম্যান্স নিয়ে বিরোধিতা করে কেআরভি। কারণ, সেই এক! সানি লিওনের অনুষ্ঠান মানেই সংস্কৃতির জলাঞ্জলি! তবে, অনেক বাক বিতণ্ডার পর বরফ খানিক গলেছে। আপাতত ঠাণ্ডা হয়েছে কেআরভি। সংস্থার তরফে জানানো হয়েছে, সানি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। পুলিশর তরফ থেকেও জানানো হয়েছে, সানি লিওনকে শোয়ে পারফর্ম করার অনুমতি দেওয়া হয়েছে। ৩ তারিখ অনুষ্ঠানটি হবে। তবে অনুষ্ঠানে মদ্যপান নিয়ে অনেক বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সব সমস্যার সমাধান ! শহর কাঁপাতে আসছেন সানি ! আনন্দে নাচছে বেঙ্গালুরু !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement