#মুম্বই: রক্ষক ছবির পুরনো গান৷ ৯-এর দশকে এই গানে দেখা গিয়েছিল সুনীল শেট্টি ও রবিনা টেন্ডন জুটি৷ শহর কি লড়কি গানটি ছিল সুপার হিট৷ এবার আবার ফিরছে সেই গান৷ দেখা গেল সুনীল ও রবিনাকে৷ বয়স হয়েছে, তাতে কি৷ পুরনো জুটিকে এভাবে নতুন করে দেখে মন ভরল দর্শকদের৷ অনেকেই ভাসলেন নস্টালজিয়ায়৷
আরও পড়ুন সন্তানরা স্নানে ব্যস্ত, বাবা তুলছিলেন ছবি, হঠাৎ চোখে পড়ল সামনেই হাঙর! তারপর...
খানদানি সফরখানা ছবিতে শহর কি লড়কি গানটির রিমেক করেছেন বাদশা৷ ছবিতে রয়েছেন সোনাক্ষী সিনহা ও বরুণ শর্মা৷ এই ছবিতে বাদশা ও ডায়না পেন্টিকে দেখা যাবে একটি আইটেম গানে৷ গানটি সেই পুরনো গান৷ আর সেখানে ফিরছেন সুনীল ও রবিনা৷ অনেকদিন পর আবার রবিনার সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছেন, জানিয়েছেন সুনীল৷ বাদশার এই রিমেকও তার বেশ পছন্দ হয়েছে বলে জানিয়েছেন সুনীল৷ আপনিও দেখুন এই গান এবং ভেসে যান নস্টালজিয়ায়...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Raveena Tandon, Sunil Shetty