প্রয়াত স্ত্রী রেণু সালুজা-কে নিয়ে ছবি বানাচ্ছেন সুধীর মিশ্রা, রেণুর চরিত্রে অদিতি রাও হায়দারি

Last Updated:

প্রয়াত স্ত্রী রেণু সালুজা-কে নিয়ে ছবি বানাচ্ছেন সুধীর মিশ্রা। গল্পের কেন্দ্রে থাকবে- রেণুর কাজ, সুধীর আর রেণুর সম্পর্ক, তাঁদের সংসার, রেণুর জীবনের শেষ ক'টা দিন, ক্যান্সারের সঙ্গে তাঁর নিদারুণ লড়াইয়ের চিত্র। অদিতি রাও হায়দারি-কে দেখা যাবে রেনু সালুজার চরিত্রে।

representative image
representative image
#মুম্বই: প্রয়াত স্ত্রী রেণু সালুজা-কে নিয়ে ছবি বানাচ্ছেন সুধীর মিশ্রা। গল্পের কেন্দ্রে থাকবে- রেণুর কাজ, সুধীর আর রেণুর সম্পর্ক, তাঁদের সংসার, রেণুর জীবনের শেষ ক’টা দিন, ক্যান্সারের সঙ্গে তাঁর নিদারুণ লড়াইয়ের চিত্র।
অদিতি রাও হায়দারি-কে দেখা যাবে রেনু সালুজার চরিত্রে। কিন্তু সুধীর কে হবেন? সেটা এখনও নিশ্চিত করেননি সুধীর নিজেই!
advertisement
‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া’-র ছাত্রী রেণু সালুজা ছিলেন প্রখ্যাত সম্পাদক। ১৯৮৯-এ ‘পারিন্দা’, ১৯৯১-এ ‘ধারাভি’, ১৯৯৩-এ ‘সর্দার’ ও ১৯৯৯-এ ‘গডমাদার’-এর জন্য পান জাতীয় পুরস্কার।
advertisement
সুধীর মিশ্রার ভাষায়, ”আজ আমি যা হয়েছি, সবটাই রেণুর জন্য। অনেকদিন ধরেই ওঁকে নিয়ে ছবি বানাতে চাইছিলাম। এতদিনে পারলাম।”
সুধীরের আগে পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে বিয়ে হয় রেণু সালুজার। বিচ্ছেদের পরও তাঁরা ছিলেন ভাল বন্ধু। একসঙ্গে কাজও করেছেন। ইন ফ্যাক্ট ‘মিশন কাশ্মীর’-এর এডিটিংও করছিলেন রেণু। কিন্তু শেষ আর করা হয়নি। ছবির কাজ চলতে চলতেই, ২০০০ সালে চলে যান রেণু সালুজা। এই ছবিতে থাকবে বিধু বিনোদ চোপড়ার উল্লেখও ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/বলিউড/
প্রয়াত স্ত্রী রেণু সালুজা-কে নিয়ে ছবি বানাচ্ছেন সুধীর মিশ্রা, রেণুর চরিত্রে অদিতি রাও হায়দারি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement