শ্বশুরবাড়ি সম্পর্কে বড়সড় সত্য ফাঁস করলেন দীপিকা, এই কারণে শ্বশুর বকাঝকা করেন তাঁকে

Last Updated:

তিনি জানালেন শ্বশুরবাড়িতে তাঁর অবস্থানের কথাও

#মুম্বই: যখনই কোনও অভিনেতা বা অবিনেত্রীর প্রসঙ্গে আলোচনার বিষয় সেক্ষেত্রে একমাত্র একটি কথায় মাথায় আসে সেটি হল তাঁর কোন ছবি বাজারে আসছে ৷ সেই নিয়েই চলতে থাকে যুক্তি, তর্ক ও বিশ্লেষণও ৷ রিল লাইফ ও রিয়েল লাইফের মধ্যে বেশ পার্থক্য রয়েছে সেটাও অস্বীকার করা যায়না ৷ দীপিকা পাড়ুকোনের ছবি ছপক আজ সারা দেশজুড়ে মুক্তি পেয়েছে ৷ বেশ কিছুদিন ধরে জেএনইউ কাণ্ড ও দীপিকার পদক্ষেপ নিয়ে সমর্থন ও বিরোধিতার নানান চিত্র উঠে এসেছে ৷ কিন্তু দীপিকা তাঁর ছবির প্রমোশনে ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে ৷ নিউজ 18 হিন্দি দীপিকার সঙ্গে তাঁর ছবি ও ব্যক্তিগত কিছু মুহূর্তের কথা আলোচনা করেছে সেই বিষয়টিই তুলে ধরা হল ৷
deepika-padukone-1-2
নিজের বিবাহিত জীবন সম্পর্কে দীপিকা পাড়ুকোন বেশ কিছু গোপন তথ্য পাঁস করেছেন ৷ বিয়ের পর জীবনের পরিবর্তন সংক্রান্ত প্রশ্ন করা হলে দীপিকা বলেছেন তাঁর জীবনে কিছুই পরিবর্তিত হয়নি ৷ কেননা তাঁর শ্বশুরবাড়িতে তিনি বউ নন বাড়ির মেয়েই হয়ে থাকেন ৷ বিয়ের আগে বিয়ে সংক্রান্ত নানান সমস্যা শ্বশুরবাড়ির অত্যাচার শুনতেন ভাবতেনও ৷ তিনি বেশ ভাগ্যবতী যে তাঁর ক্ষেত্রে এমনটা ঘটেনি ৷ শ্বশুরবাড়ির এতকানি সমর্থন আমি পাই যে আমার বাবা-মা আমাকে নিয়ে চিন্তা করেননা কখনই ৷ তাঁর শ্বশুর বলেন কেমন মেয়ে তুমি যে কাজের মধ্যে ব্যস্ত থাক বলে বাবার সহ্গে দেখা করতে নেই ৷ তখন দীপিকা হেসে বলেন তাঁর শ্বশুরের বকাঝকা বাবার মতই লাগে ৷
advertisement
advertisement
deepika-padukone-2-2
দীপিকা জানিয়েছেন তাঁর শ্বশুর তাঁকে বকেন ও ভালবাসেন ঠিক তেমনই যেমন ভাবে বকেন ও ভালবাসেন রণবীরের বোন ঋতিকাকে ৷ ছপকের বিষয়ে কথা বলতে গিয়ে দীপিকা বলেচেন এই ছবির চিত্রনাট্য পড়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন লক্ষ্মীর ঘটনায় ৷ কিছু কিছু ছবি বক্স অফিসের জন্য নয় ভাললাগার থেকেও করতে হয় ৷ সব থেকে বড় পাওনার কথা দীপিকা জানিয়েছেন লক্ষ্মী আগরওয়ালের মেকআপে দেখে লক্ষ্মী জানিয়েছিল দিদি তোমাকে এক্কেবারে আমার মত দেখতে লাগছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্বশুরবাড়ি সম্পর্কে বড়সড় সত্য ফাঁস করলেন দীপিকা, এই কারণে শ্বশুর বকাঝকা করেন তাঁকে
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement