জন্মদিনে আব্রামের স্বপ্নপূরণে শাহরুখের মজার পোস্ট
Last Updated:
জন্মদিনে বাবা হিসেবে ছেলেকে সবকিছু দিতে চান শাহরুখ খান৷ ছেলের সব চাহিদা পূরণ করতে চান তিনি৷ কিন্তু ছেলে চায় ৫বছরকে টেনে ৯ বছর করতে৷ সেটা তো আর সম্ভব নয়৷
#মুম্বই: জন্মদিনে বাবা হিসেবে ছেলেকে সবকিছু দিতে চান শাহরুখ খান৷ ছেলের সব চাহিদা পূরণ করতে চান তিনি৷ কিন্তু ছেলে চায় ৫বছরকে টেনে ৯ বছর করতে৷ সেটা তো আর সম্ভব নয়৷ তাই দারুণ পন্থা নিলেন শাহরুখ৷ ছোট ছেলে আব্রামের জন্মদিনে ছেলের ইচ্ছে অনুয়াযী সবাইকে বললেন আব্রামের বয়স ৫নয়, ৯!
advertisement
মায়ের আদরের ছোট ছেলে৷ বাবারও কম প্রিয় নয়৷ আব্রাম৷ শাহরুখ গৌরির ছোট ছেলে৷ তাকে নিয়েই তো এখন সময় কাটে কিং খানের৷ কিং-এর ছেলে, একেবারে রাজপুত্র৷ ছোট থেকেই শাহরুখের মতো অবিকল দেখতে তাকে৷ আর শাহরুখের মতো এনার্জিতেও ভরপুর আব্রাম৷ তারই বয়স হলো ৫৷ অকেনটাই বড় হয়েছে ছেলে৷ মা তো আদরের আব্রামকে নিয়ে গতকালই করেছেন ছবি পোস্ট৷ আজ ভোরে ট্যুইটার-ইনস্টাগ্রামে আব্রামের ছবি পোস্ট করেছেন এসআরকে৷ সেখানে তিনি ছেলেকে নিয়ে যা লিখেছেন, সেটা ভারি মজার৷
advertisement
ছেলের বয়স তো হয়েছে ৫৷ কিন্তু ছেলে নিজেকে মনে করে ৯বছরের৷ কারণ তাড়াতাড়ি বড় হতে চায় সে৷ কিং হতে পারে আব্রামের বাবা, তবে বয়স বাড়ানোর ক্ষমতা তো আর নেই তাঁর৷ তাই রাজপুত্রের মন রাখতে অন্যদের সাবধান করলেন বাদশা৷ বলে দিলেন কেউ যেন ছেলেকে না বলে এটা আব্রামের ফিফথ বার্থডে! আব্রামের স্বপ্নপূরণেই হল এমন কাণ্ড!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2018 11:52 AM IST