হোম /খবর /বিনোদন /
এখনও ত্রাণের ১৭কোটি টাকা রয়ে গিয়েছে! এই অর্থ দিয়ে কী পরিকল্পনা, জানালেন সোনু সুদ

Sonu Sood: এখনও ত্রাণের ১৭কোটি টাকা রয়ে গিয়েছে! এই অর্থ দিয়ে কী পরিকল্পনা, জানালেন সোনু সুদ

সোনু সুদ এক স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করেছেন. এছাড়াও সঙ্কটে মানুষের পাশে দাঁড়িয়ে রেকর্ড গড়েছে তাঁর সংস্থা।

সোনু সুদ এক স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করেছেন. এছাড়াও সঙ্কটে মানুষের পাশে দাঁড়িয়ে রেকর্ড গড়েছে তাঁর সংস্থা।

Sonu Sood: সোনু সুদের বাড়িতে কিছু দিন আগেই হানা দেয় আয়কর বিভাগ। অভিনেতার অফিস ও বাড়ি দুইই তল্লাসি চালায় আয়কর বিভাগের আধিকারিকরা।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সোনু সুদের বাড়িতে কিছু দিন আগেই হানা দেয় আয়কর বিভাগ। অভিনেতার অফিস ও বাড়ি দুইই তল্লাসি চালায় আয়কর বিভাগের আধিকারিকরা। বাড়িতে এলে সেই আধিকারিকদের যত্ন আতিথেয়তা করেছিলেন বলে সম্প্রতি জানান সোনু সুদ। সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের বিরুদ্ধেই তাঁর বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। কিন্তু যে চারদিন আয়কর বিভাগ তাঁর বাড়ি ও অফিসে ছানবিন চালায়, সেই সময়ে তাঁর কোনও অসুবিধাই হয়নি বলে জানান সোনু।

এক সংবাদমাধ্যমের কাছে সোনু জানিয়েছেন যে, তিনি নজর রাখছিলেন যাতে আয়কর বিভাগের আধিকারিকরা তাঁর বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই তল্লাসির অভিজ্ঞতা যাতে তাঁদের ভালো হয় সেই চেষ্টা করেন সোনু। তিনি বলছেন, "আমি জিজ্ঞাসা করি ওদের তল্লাসি চালিয়ে কেমন লাগল? তাঁরাও জানিয়েছেন, তাঁদের অভিজ্ঞতায় এটাই সেরা তল্লাসি। ওঁরা যখন বেরিয়ে যাচ্ছেন, আমি বললাম, আপনাদের কিন্তু আমার খুব মনে পড়বে। আমরা খুব হাসাহাসিও করলাম।"

আরও পড়ুন- "সিদ্ধার্থের সঙ্গে এই চ্যাট আপনাদের দেখাবো না", হিনা অভিনেতার মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন

সোনু করোনা কালীন অবস্থায় মানুষের পাশে দাঁড়িয়ে মসিহা তকমা পেয়েছেন। এই সময়ে তিনি ত্রাণও সংগ্রহ করেছেন। সোনু জানান এখনও তাঁর কাছে ১৭ কোটি টাকা রয়েছে। এই টাকা দিয়ে তিনি একটি হাসপাতাল তৈরি করতে চান যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে। ইতিমধ্যে হাসপাতালের বিল্ডিং তৈরিতে ২ কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে সোনু বলেছিলেন যে, তাঁকে দুটি রাজনৈতিক দল থেকেও রাজ্যসভার সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মানসিকভাবে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত নয় বলে জানান। আইন অমান্য করার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। কিন্তু সোনু সুদ সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। ২০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। গত বছর লকডাউনে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা। আয়কর বিভাগের অভিযোগ, সোনু সুদ ১৮ কোটি টাকা ডোনেশন হিসেবে তুলেছিলেন। কিন্তু তার মধ্যে মাত্র ১.৯ কোটি টাকা ত্রাণের কাজে তিনি লাগিয়েছেন।

সোনু সুদ বলেন, "এটা সত্যিই অবাক করার মতো। ত্রাণের জন্যে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল তা শুধু নাগরিকদের থেকে তোলা নয়। তার অনেকটা ছিল আমার নিজের পারিশ্রমিক যা আমি বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে পাই। আমি ত্রাণ করেছিলাম যাতে কয়েকটা জীবন বাঁচে। আমার মেইল আইডিতে ৫৪ হাজার আনরেড মেইল রয়েছে। হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টুইটারে রয়েছে হাজার হাজার মেসেজ। ১৮ কোটি টাকা খরচ হতে ১৮ ঘন্টা লাগবে না। কিন্তু আমি নিশ্চিত করেছি যাতে সমস্ত টাকা সৎ কাজে ব্যবহৃত হয়।"

আরও পড়ুন- ২০০ কোটির আর্থিক তছরুপের মামলা, ফের ইডির জেরার মুখে জ্যাকলিন ফার্নান্ডেজ!

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Sonu Sood