Hina Khan on Sidharth Shukla: "সিদ্ধার্থের সঙ্গে এই চ্যাট আপনাদের দেখাবো না", হিনা অভিনেতার মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Hina Khan on Sidharth Shukla: অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু এখনও মেনে নিতে পারেন না অভিনেত্রী হিনা খান সিদ্ধার্থের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল হিনার।
#মুম্বই: অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু এখনও মেনে নিতে পারেন না অভিনেত্রী হিনা খান (Hina Khan on Sidharth Shukla)। সিদ্ধার্থের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল হিনার। এবছরেই মৃত্যু হয়েছে হিনা খানের বাবার। সেই সময়ে অভিনেত্রীকে সান্ত্বনা দিয়েছিলেন সিদ্ধার্থ। মোবাইলে মেসেজে সিদ্ধার্থের সঙ্গে বহুক্ষণ কথা হয়েছিল হিনার। এক সাক্ষাৎকারে সেসব কথাই উঠে এল হিনার মুখে।
হিনা (Hina Khan on Sidharth Shukla) জানিয়েছেন, তাঁর বাবার মৃত্যুর পরে ঠিক কী কী বলেছিলেন সিদ্ধার্থ তা কখনওই সংবাদমাধ্যনের কাছে বা জনসমক্ষে প্রকাশ করবেন না। কিন্তু সিদ্ধার্থের পরিবারকে শুধু সেই কথোপকথন জানাবেন। কারণ প্রয়াত অভিনেতার পরিবার এখনও সিদ্ধার্থের সম্পর্কে জানতে চায়। হিনা বলছেন, "সিদ্ধার্থের মৃত্যু আমায় খুব আঘাত করেছে। আমি এই নিয়ে বেশি কথা বলতে চাই না যে কতটা কষ্ট হয়েছিল। এটুকুই বলব, ওই মানুষটাকে সত্যিই খুব মিস করি। এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না।"
advertisement
অভিনেত্রী (Hina Khan on Sidharth Shukla) বলছেন, "আমার মনে আছে ও আমায় ফোন করেছিল বাবা চলে যাওয়ার পরে। আমি সেই সময়ে ফোনটা ধরিনি। তার পরে ও মেসেজ করে এবং প্রায় ২-৩মিনিট ওর সঙ্গে কথা হয়। আমার মন ঠিক করার চেষ্টা করছিল। অবশেষে আমি একটু হেসেছিলাম। আমি আপনাদের সেই চ্যাট দেখাতে পারব না। কিন্তু আমি সেই চ্যাট এখনও পড়ি। আমি এই চ্যাট ওর পরিবারকে দেখাবো যাতে ওরাও একটু হাসতে পারে। কারণ ওরাও সিদ্ধার্থের বিভিন্ন অজানা দিক আবিষ্কার করার চেষ্টা করছেন। সিদ্ধার্থের সমস্ত স্মৃতি সংগ্রহ করার চেষ্টা করছে।"
advertisement
advertisement
প্রসঙ্গত, ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন সিদ্ধার্থ। দুটি রিয়্য়ালিটি শো 'খতরো কে খিলাড়ি' (Khatro Ke Khilari) ও 'বিগবস'-এ (BiggBoss) জয়ী হয়েছিলেন তিনি। শুধু ছোট পর্দা নয়। বলিউডে বড় পর্দাতেও কাজ করেছেন সিদ্ধার্থ। ২০১৪ সালে 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে কাজ করেছিলেন তিনি। তাই বলিউডের বহু তারকাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।
advertisement
উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla death)। তার আগের দিন মধ্যরাতে বুকে ব্যথা হয়েছিল সিদ্ধার্থের। তার পরে জল খেয়ে ঘুমিয়ে পড়েন অভিনেতা। কিন্তু সকালে তিনি আর ঘুম থেকে ওঠেননি। সঙ্গে সঙ্গে তাঁকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2021 3:26 PM IST