corona virus btn
corona virus btn
Loading

ঠোঁট ভিজছে গভীর চুমুতে...ভালোবাসার দিনে আনন্দকে প্রকাশ্য চুমু সোনমের!

ঠোঁট ভিজছে গভীর চুমুতে...ভালোবাসার দিনে আনন্দকে প্রকাশ্য চুমু সোনমের!

সোনম কাপুর নিজের ইনস্টাগ্রাম প্রফাইলে একটি পুরনো রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন

  • Share this:

#মুম্বই: আজ ভ্যালেন্টাইন্স ডে। প্রেমে হাবুডুব খাওয়ার স্পেশাল প্রেম দিবস ৷ আর এই ভালোবাসার দিন উপলক্ষে সোশ্যাল নেটওয়ার্ক প্রায় উপচে পড়েছে বলি সেলিব্রিটিদের প্রেমের গল্পতে ৷ ৩৪ বছরের বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর। সোনম কাপুর নিজের ইনস্টাগ্রাম প্রফাইলে একটি পুরনো রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িতে স্বামীকে আলিঙ্গন করে ঠোঁটে ঠোঁটে চুমু খেতে ব্যস্ত। ছবির ক্যাপশনে তিনি লেখেন যে এই ছবিটি ২০১৬ সালের, যখন তাঁরা প্রথমবার একসঙ্গে প্যারিস গিয়ে ছিলেন।

এই ছবিতে কমেন্টও করেছেন আনন্দ আহুজা।

২০১৮-তে সাত পাকের বাঁধনে আবদ্ধ হয়েছেন ৷ এটা এই দম্পতির জীবনে দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে ৷

Published by: Ananya Chakraborty
First published: February 14, 2020, 3:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर