ক্যান্সার কেড়েছে সব, তবুও মন শক্ত রেখে মুখে হাসি সোনালির
Last Updated:
#নিউইয়র্ক: বন্ধুতের দিন ৷ পাশে আছে বন্ধুরা ৷ আজ বিশ্বব্যাপি পালিত হচ্ছে ফ্রেন্ডশিপ ডে ৷ আপাতত চিকিৎসার জন্য মার্কিন মুলুকে থাকা সোনালি বেন্দ্রের পাশেও আছেন তাঁর বন্ধুরা ৷ তাঁরা সাহস যোগাচ্ছেন সোনালিকে ৷ ক্যান্সারে আক্রান্ত সোনালি ৷ শারীরিকভাবে তিনি অসুস্থ ঠিকই , কিন্তু মানসিকভাবে তিনি যথেষ্ঠ দৃঢ়চেতা ৷ নিজেই নিজের ক্যান্সারের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ৷ মাঝেমধ্যেই নিজের ছবি পোস্ট করছেন ভক্তদের জন্য ৷ আগেই জানিয়েছিলেন চুল কেটেছেন ৷ লম্বা চুল কেটে ছোট করা হয়েছিল ৷ সেই ভিডিও দেখেছিলেন সকলেই ৷ এবার একেরবারে কেটেই ফেলতে হল সমস্ত চুল ৷ ন্যাড়া হতে হল তাঁকে ৷
একই রকম ভাবে মনীষা কৈরালাকেও কেটে ফেলতে হয়েছিল তাঁর সব চুল ৷ দীর্ঘ চিকিৎসা প্রভাব ফেলেছিল তাঁর শরীরে ৷ কিন্তু তিনিও লড়াই চালিয়েছিলেন ৷ আবার মনীষা ফিরেছেন বলিউডে ৷
advertisement
advertisement
ক্যান্সারের চিকিৎসার জন্য চলে কেমোথেরাপি ৷ যার প্রভাব পড়ে শরীরে ৷ উঠে যেতে থাকে চুলও ৷ তাই অনেকক্ষেত্রেই চুল কেটে ফেলা হয় পুরোপুরি ৷ মেয়েদের সৌন্দর্যের প্রতীক এই চুল কেটেছেন তিনি ৷ কিন্তু তাতেও কী ভাটা পড়েছে তাঁর সৌন্দর্যে ৷ মোটেও না ৷ তিনি মন থেকে সুন্দর, যার ছাপ তাঁর চোখে মুখে ৷ তাই তো জনসমক্ষে তিনি এলেন এভাবেই, সমস্ত চুল কেটে ৷ মুখে শুধু থাকল সেই মনভোলানো হাসি ৷ সঙ্গে তাঁর বন্ধুরা ৷ কিছুটা ভাল সময় কাটালেন সকলে ৷ সোনালির এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ ! সাবাস সোনালি !
advertisement
#SwitchOnTheSunshine #OneDayAtATime #HappyFriendshipDaypic.twitter.com/j6MF0UKyb7
— Sonali Bendre Behl (@iamsonalibendre) August 5, 2018
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2018 1:22 PM IST