সেই বিকিনি ফিগার...সেই উড়ন্ত চুল...পুরনো ছবি শেয়ার করলেন সোনালি বেন্দ্রে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
পুরনো বিকিনি পরা ছবি আর খোলা চুলের ছবি পোস্ট করে নায়িকা তাই লিখলেন...........
#মুম্বই: তিনি ক্যান্সার আক্রান্ত। কিন্তু আবার তিনিই প্রাণশক্তিতে ভরপুর । কেমোথেরাপি চলছে তাঁর, তবু চোখে-মুখে এতটুকু দীপ্তি কমেনি । তিনি সোনালি বেন্দ্রে । গত বছর হঠাৎই সোশ্যাল মিডিয়ায় সোনালি জানান, তিনি ক্যান্সার আক্রান্ত । এরপর থেকে বারবার নিজের লড়াই, রোগের সঙ্গে তাঁর যুদ্ধ, জীবনের কাছে হারতে হারতেও জিতে যাওয়ার প্রচুর অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ভক্তদের সামনে এসেছেন তিনি । সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন তাঁর যুদ্ধের অস্ত্র হিসাবে ।
কিন্তু আপাত কাঠিন্যর মধ্যেও কোথাও একটু নমনীয়তা রয়েই যায় । এখনও পুরনো ছবি দেখলে মনটা সেই অতীতেই ছুটে চলে যেতে চায় । যে সোনালির কাছে তাঁর চুল ছিল সবচেয়ে প্রিয়, একটা সময় এমন কোনও হেয়ার কেয়ার বিজ্ঞাপন ছিল না, যাতে তিনি মুখ দেখাননি । সেই নায়িকাকেও কেটে ফেলতে হয়েছিল তাঁর সাধের চুল । সম্পূর্ণ ন্যাড়া হতে হয়েছিল তাঁকে ।
advertisement
advertisement
advertisement
পুরনো বিকিনি পরা ছবি আর খোলা চুলের ছবি পোস্ট করে নায়িকা তাই লিখলেন, ‘‘...সূর্য, সমুদ্র, বালি...অ্যাবস আর উড়ন্ত চুলকে খুব মিস করছি ।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2020 6:50 PM IST