Kumar Sanu in Bengal: ৪৮১ বছরের পুরনো কালীমন্দির দর্শনে বাংলায় বলি গায়ক কুমার শানু! ভিড় জমে গেল ভক্তদের

Last Updated:

Kumar Sanu in Bengal: আচমকাই বলিউডের বিখ্যাত গায়ক কুমার শানু হাজির হলেন আমডাঙা কালী মন্দিরে। প্রিয় গায়ককে দেখতে মুহূর্তেই ভিড় জমে গেল মানুষের।

+
বাংলায়

বাংলায় এলেন কুমার শানু

উত্তর ২৪ পরগনা: আচমকাই বলিউডের বিখ্যাত গায়ক কুমার শানু হাজির হলেন আমডাঙা কালী মন্দিরে। প্রিয় গায়ককে দেখতে মুহূর্তেই ভিড় জমে গেল মানুষের। ৪৮১ বছরের পুরনো আমডাঙা করুণাময়ী কালীমন্দির বিশেষভাবে জাগ্রত মানুষের কাছে। মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাইলে মা ফেরান না কাউকেই, এমনটাই বিশ্বাস। অনেকেই মায়ের কৃপায় বাধাবিপত্তি কাটিয়েছেন বলেও দাবি করেন। ভালবাসা পরবর্তী বিবাহের ক্ষেত্রে এই মন্দির বিশেষভাবে খ্যাত। বিশ্বাস, এই মন্দিরে মাকে সাক্ষী রেখে গাটছড়া বাধলে তা জন্ম জন্মান্তর অটুট থাকে।
এমনই নানা ঘটনার কারণে আজ আমডাঙা করুণাময়ী কালী মন্দির বিশেষভাবে ভক্তদের মধ্যে জায়গা করে নিয়েছে। প্রতিদিন বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন। এবার সেই মায়ের দেখা পেতেই বলিউড গায়ক কুমার শানু এলেন আমডাঙায়। মায়ের কাছে বসে পুজো দেন তিনি। মুহূর্তেই এই বিখ্যাত গায়কের আসার খবর ছড়িয়ে পড়ে চারদিকে।
advertisement
advertisement
নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয় স্থানীয় থানার তরফে। গায়কের ছবি ফোনবন্দি করতে পাশাপাশি সেলফি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই আবার অটোগ্রাফ নেওয়ার জন্য হামলে পড়েন। গোটা পরিস্থিতি সামাল দিয়ে পুলিশি নিরাপত্তায় গায়ক পুজো দিয়ে ফিরে যান। যদিও যাওয়ার সময় কুমার শানু জানান, তিনি আবারও আসবেন আমডাঙা কালীমন্দিরে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kumar Sanu in Bengal: ৪৮১ বছরের পুরনো কালীমন্দির দর্শনে বাংলায় বলি গায়ক কুমার শানু! ভিড় জমে গেল ভক্তদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement