সূর্যবংশী ছবিতে রয়েছে 'সিম্বা' ও 'সিংহম'-এর বিশেষ সারপ্রাইজ! ফাঁস হল গোপন খবর

Last Updated:

ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শককুল এবং গোটা বলিউড।

#মুম্বই: পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) ‘সূর্যবংশী'র (Sooryavanshi ) মতো বড় বাজেটের সিনেমা নিয়ে বুক বাঁধছে গোটা বলিউড। অক্ষয় কুমার (Akshay Kumar), ক্যাটরিনা কাইফ-এর (Katrina Kaif) পাশাপাশি এই ছবিতে থাকছেন অজয় দেবগণ (Ajay Devgn) এবং রণবীর সিং-এর (Ranveer Singh) মতো বড় তারকারা। করোনার দিত্বীয় টেউ আছড়ে পড়তেই গোটা দেশে বন্ধ করা হয়েছে প্রেক্ষাগৃহ। গুঞ্জন উঠেছে অক্ষয়-ক্যাটরিনা জুটির এই ছবি না কি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তবে বরাবরই সেই জল্পনা উড়িয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা। ফলে এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শককুল এবং গোটা বলিউড।
বলিউড হাঙ্গামাকে একটি ট্রেড সোর্স বলেছে, ছবিতে ক্যামিও রোলে থাকছেন 'সিংহম' অজয় দেবগণ ও ‘সিম্বা’ রণবীর সিং। একটি অ্যাকশন প্যাকড দৃশ্যে অজয় দেবগণ এবং রণবীর সিংকে দেখা যাবে। দুই তারকার উপস্থিতি কোনও অতিথি চরিত্র নয়। সিংহম ও সিম্বা উভয়েই তাঁদের চমকপ্রদ এন্ট্রি নিতে চলেছেন। মুম্বইয়ে সন্ত্রাসবাদ বন্ধ করার এই গল্পে দুই পুলিশ সুপারের ভূমিকায় নিয়ে ট্রেড সোর্সটি বলেছে, চিত্রনাট্য অনুসারে সন্ত্রাসবাদী হামলা থেকে শহরকে রক্ষা করার ভার পড়েছে মুম্বই অ্যান্টি টেরোরিজম টিমের দুঁদে অফিসার সূর্যবংশীর উপর। যে ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। এই কাজে খিলাড়ি কুমারকে সহায়তা করবেন তাঁর দুই সহকর্মী- সিংহম (Singham) এবং সিম্বা (Simmba)। কমপক্ষে ৩০ মিনিটের জন্য ছবিতে রয়েছেন অজয় ও রণবীর। ‘সূর্যবংশী'-তে মোট তিন জন পুলিশ অফিসারকে নিয়ে ছবির ক্লাইম্যাক্স চলবে, যা কি না ছবির সব চেয়ে বড় হাইলাইট।
advertisement
এই ছবি দিয়ে প্রায় ১০ বছর পর রুপোলি পর্দায় ফের এক সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। ‘সুর্যবংশী’তে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। শেষবার তিস মার খান (Tees Maar Khan) ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। নমস্তে লন্ডন (Namaste London), সিং ইজ কিং (Singh Is King), ওয়েলকাম (Welcome)-এর মতো সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন আক্কি-ক্যাট জুটি। রোহিত শেট্টি পিকচার্স (Rohit Shetty Pictures), ধর্মা প্রোডাকশনস (Dharma Productions) এবং অক্ষয় কুমারের কেপ অফ গুড ফিল্মসের (Cape of Good Films) যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সূর্যবংশী ছবিতে রয়েছে 'সিম্বা' ও 'সিংহম'-এর বিশেষ সারপ্রাইজ! ফাঁস হল গোপন খবর
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement