#মুম্বই: আমির খান, শাহরুখ খান, সানি লিওন, উদয় চোপড়া, করণ জোহরের পর তালিকায় নতুন সংযোজন ৷ নতুন অতিথি এল অভিনেতা শ্রেয়স তালপাড়ের ঘরে ৷ বাবা হলেন তিনি ৷ গতকাল সারোগেসির পদ্ধতিতে কন্যাসন্তানের বাবা হয়েছেন শ্রেয়স ৷১৪ বছর আগে বিয়ে হয়েছিল শ্রেয়স এবং দিপ্তীর ৷ সম্প্রতি সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ তবে এখনও মেয়ের নাম ঠিক করেননি শ্রেয়স ৷ নানা রকম উপদেশ দিয়ে বন্ধুরা তাঁকে বিভ্রান্ত করে দিচ্ছে বলে জানালেন সদ্য বাবা ৷
আরও পড়ুন: দীপিকা, ক্যাটরিনা পুরনো, এবার আলিয়ার প্রেমে রণবীর !
কিছুদিন আগে সস্ত্রীক হং কং বেড়াতে গিয়েছিলেন অভিনেতা ৷ কিন্তু হঠাৎই খবর আসে সময়ের আগেই জন্ম হয়েছে মেয়ের ৷ তড়িঘড়ি তাই ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন শ্রেয়স-দিপ্তী ৷ তবে এখন মা এবং মেয়ে দু’জনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: প্রিয়াঙ্কার পোশাক নিয়ে বিপত্তি, শোরগোল ইন্টারনেট দুনিয়ায়
মুম্বই মিররকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রেয়স জানান, প্রথম থেকেই মেয়ের শখ ছিল তাঁর ৷ যাতে সুন্দর সুন্দর পুতুল, টেডি আর ড্রেস কিনে দিতে পারেন ৷ মেয়েকে সেরা জিনিসটাই দিতে চান তিনি ৷ তবে সারোগেসি যে তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত সেটি জানাতেও ভুললেন না শ্রেয়স ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child, Daughter, Deepti, Shreyas Talpade, Surrogacy