সুশান্তের আত্মহত্যা নিয়ে Live-এ এলেন মনোজ বাজপেয়ী ও শেখর কাপুর, দেখুন কী বললেন...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পরিচালক শেখর কাপুর জানিয়েছিলেন যে তিনি জানতেন সুশান্ত বর্তমানে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন ৷
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর শেখর কাপুরের ট্যুইট সকলকে চমকে দিয়েছিল ৷ পরিচালক শেখর কাপুর জানিয়েছিলেন যে তিনি জানতেন সুশান্ত বর্তমানে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন ৷ তার মধ্যে কী কষ্ট চলছিল ৷ সোনচিড়িয়া ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করেছিলেন মনোজ বাজপেয়ী ৷ সোমবার মনোজ বাজপেয়ীর সঙ্গে প্রায় এক ঘণ্টা লাইভ চ্যাট করেছেন শেখর কাপুর ৷ লাইভ চ্যাটে তিনি জানান যে সুশান্তের বিষয়ে তাঁর কী মনে হয়েছিল ৷
১৪ জুন রবিবার সুশান্তের বান্দ্রার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বলিউড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা ৷ অনেকেই মনে করেন যে বলিউড সুশান্তের প্রতিভাকে যোগ্য সম্মান দেয়নি আর এর জেরে মানসিক অবসাদে ভুগচ্ছিলেন তিনি ৷ এবং শেষ পর্যন্ত এরকম একটি ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন ৷ এই নিয়ে রাজনৈতিক নেতা থেকে বলিউডের অনেকেই মন্তব্য করেছেন ৷ এই বিষয় নিয়েই সোমবার লাইভে আসেন শেখর কাপুর ও মনোজ বাজপেয়ী ৷
advertisement
advertisement
advertisement
I knew the pain you were going through. I knew the story of the people that let you down so bad that you would weep on my shoulder. I wish Iwas around the last 6 months. I wish you had reached out to me. What happened to you was their Karma. Not yours. #SushantSinghRajput
— Shekhar Kapur (@shekharkapur) June 15, 2020
advertisement
Location :
First Published :
June 16, 2020 7:34 AM IST