#মুম্বই: প্রতি বছরই করেন গণেশ চতুর্থীর পুজো । তাঁর নামের শেষে খান পদবী থাকলেও সমস্ত ধর্মের উৎসব, অনুষ্ঠানকেই সাদরে গ্রহণ করেন বলিউডের কিং খান । হোলি থেকে রমজান, ইদ থেকে গণেশ পুজো... বাদ যায় না কোনওটাই । শাহরুখ নিজে ইসলাম ধর্মাবলম্বী হলেও তাঁর স্ত্রী গৌরি হিন্দু ধর্মের মেয়ে । তাই মুম্বইয়ের ‘মন্নত’-এ দুই ধর্মই পালিত হয় সমান শ্রদ্ধার সঙ্গে ।
কিন্তু গত কয়েক মাসে আরব সাগর দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে । সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর পর থেকেই বলিউডের চেনা ধারাটা আজ অনেকটা পরিবর্তিত । বি-টাউনের খান, ভাট, চোপড়া, কাপুরদের ‘দাদাগিরি’র বিরুদ্ধে গর্জে উঠছে গোটা দেশ । স্বজনপোষণের রূঢ় বাস্তব আজ অনেকটাই সকলের সামনে উন্মুক্ত । তাই একের পর এক ট্রোলড হতে হচ্ছে সলমন খান থেকে আলিয়া ভাট, সোনম কাপুর থেকে শাহরুখ খানদের ।
এর পাশাপাশি রয়েছে ধর্মের জিগিরও । কিছু ধর্মীয় সংগঠনের মানুষ রে রে করে উঠছেন অপর ধর্মের প্রতি । কেউ আবার প্রকাশ্যেই বিষোদ্গার করছেন ।
সম্প্রতি শাহরুখের পোস্টে যেমনটা দেখা গেল। গণপতি পুজোয় মঙ্গল টিকা কপালে পরে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন বাদশাহ । সকলের জন্য শুভ কামনা আর শুভেচ্ছাবার্তা লিখেছিলেন তাতে । এতেই ব্যাপক ট্রলোড হতে হল তাঁকে । মুসলমান হয়েও হিন্দু ধর্মের উৎসব পালন করার জন্য নেটিজেনরা এক হাত নেন কিং খানকে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganesh Chaturthi, Shah Rukh Khan, Trolled