• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ড্রাইভারকে দু’মাস বেতন দেননি রণবীর সিং, শ্যুটিং ফ্লোরেই মারপিট !

ড্রাইভারকে দু’মাস বেতন দেননি রণবীর সিং, শ্যুটিং ফ্লোরেই মারপিট !

Ranveer-singh

Ranveer-singh

সবে প্রকাশ পেয়েছে আলাউদ্দিন খলজি-র বেশে রণবীর সিংয়ের নতুন ছবি ‘পদ্মাবতী’র পোস্টার ৷

 • Share this:

  #মুম্বই: সবে প্রকাশ পেয়েছে আলাউদ্দিন খলজি-র বেশে রণবীর সিংয়ের নতুন ছবি ‘পদ্মাবতী’র পোস্টার ৷ আর তার পরেই খবরে এল তুমুল হাঙ্গামা বনশালির পদ্মাবতীর সেটে৷ তবে এবারটি আর সিনেমাকে কেন্দ্র করে নয়, বরং ঝামেলা বাঁধল রণবীর সিংয়ের বডিগার্ড ও রণবীর সিংয়ের ড্রাইভারের মধ্যে !

  স্পটবয় ডটকমের খবর অনুযায়ী, দুই মাস ধরে নাকি রণবীর সিং ড্রাইভারকে বেতন দিচ্ছেন না ৷ আর সেই কারণেই শ্যুটিং ফ্লোরে গিয়ে চড়াও হলেন রণবীরের ড্রাইভার ৷ খবর অনুযায়ী, রণবীরের ড্রাইভার রণবীরের থেকে বেতন হিসেবে পান প্রায় ৮৫ হাজার টাকা ৷ আর সেই টাকাই দু’মাস ধরে দিচ্ছেন না রণবীর ৷ সেই টাকার মীমাংসা করতেই রণবীরের ম্যানেজারের সঙ্গে দেখা করতে বনশালির পদ্মাবতীর সেটে হাজির হয়েছিলেন ৷ আর সেখানেই ম্যানেজার ও বডিগার্ডের সঙ্গে শুরু হয় বচসা ৷

  এ ঘটনার ব্যাপারে রণবীর সিং বা সঞ্জয়লীলা বনশালি কেউ-ই কিছু বলতে চাননি ৷

  First published: