Vicky Kaushal Sardar Udham Singh Teaser: 'সর্দার উধম সিং' সেজে টিজারে চমক দিলেন ভিকি কৌশল, কবে-কোথায় মুক্তি ছবির?

Last Updated:

অবশেষে সেই ছবির টিজার মুক্তি পেল সোমবার (Vicky Kaushal Sardar Udham Singh Teaser)। তারই সঙ্গে জানিয়ে দেওয়া হল ছবির মুক্তির দিন।

 'সর্দার উধম সিং' সেজে টিজারে চমক দিলেন ভিকি কৌশল, কবে কোথায় মুক্তি ছবির?
'সর্দার উধম সিং' সেজে টিজারে চমক দিলেন ভিকি কৌশল, কবে কোথায় মুক্তি ছবির?
#মুম্বই: সর্দার উধম সিং (Sardar Udham Singh)। যিনি ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রায় ২১ বছর পর পাঞ্জাবের গভর্নর মাইকেল ও'ডয়েরকে হত্যা করেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পরিচিত নাম শহিদ উধম সিংয়ের জীবনী নিয়ে পর্দায় আসছেন ভিকি কৌশল (Vicky Kaushal Sardar Udham Singh Teaser)। ছবিটি ২০২০ সালের ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পরিবর্তিত হয়ে চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাবে বলে জানা গিয়েছিল। এরপর ফের এই ছবির মুক্তি পিছিয়ে যায়। অবশেষে সেই ছবির টিজার মুক্তি পেল সোমবার (Vicky Kaushal Sardar Udham Singh Teaser)। তারই সঙ্গে জানিয়ে দেওয়া হল ছবির মুক্তির দিন।
বাঙালি পরিচালক সুজিত সরকারের সঙ্গে এই ছবিতে প্রথম বার কাজ করছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। সোমবার ছবির টিজার শেয়ার করেছেন ভিকি নিজেই। সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে তিনি লিখেছেন, 'শহিদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর মিত্র সর্দার উধম সিংয়ের গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত। একজন মানুষ, অসংখ্য নাম, একটাই মিশন।' ৩৩ বছরের অভিনেতা সর্দার উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ও গর্বিত বলেই আগেই জানিয়েছিলেন। টিজারে এদিন খুবই কম ঝলক দেখা গেলেও, গল্পের বুনট যে টানটান হতে চলেছে, তা বোঝা গিয়েছে (Vicky Kaushal Sardar Udham Singh Teaser)।
advertisement
advertisement
advertisement
অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলা এই ছবির প্রথম লুক ইতিমধ্যে সাড়া ফেলেছে। তেমনই নজর কেড়েছে এদিনের টিজারও। জানা গিয়েছে, ১৬ অক্টোবর প্রাইম ইন্ডিয়ায় মুক্তি পাবে শহিদ উধম সিংয়ের ছবি। ২০১৯ সালে সুজিত সরকার পরিচালিত এই ছবির শ্যুটিং শেষ হলেও, স্থগিত ছিল পোস্ট প্রোডাকশন। নেপথ্যে অবশ্যই করোনা, লকডাউন, দেশব্যাপী সিনেমা হল বন্ধ থাকার মতো কারণ। চলতি সপ্তাহের প্রথমেই এই ছবির ডাবিং শেষ করেছেন ভিকি কৌশল। সেই ছবি শেয়ারও করেছেন নিজের ইনস্টাগ্রামে। এখন শুধু দেশব্যাপী নবরাত্রি উদযাপনের অপেক্ষা। তারপরেই দর্শক মনে জায়গা করে নিতে আসছেন জেনারেল ডায়ারকে উচিত শিক্ষা দেওয়া সংগ্রামী সর্দার উধম সিং।
advertisement
advertisement
ভিকি কৌশল ছাড়াও এই ছবিতে দেখা যাবে, শন স্কট, স্টিফেন হোগান, বানিতা সান্ধু, কিরস্টি অ্যাভারটন ও অমল পরাসরকে। ১৬ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal Sardar Udham Singh Teaser: 'সর্দার উধম সিং' সেজে টিজারে চমক দিলেন ভিকি কৌশল, কবে-কোথায় মুক্তি ছবির?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement