#মুম্বই: একের পর এক বলিউডের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা শুরু হয়েছে চলতি সপ্তাহে। এবার জানা গেল সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) পরবর্তী ছবি, আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র মুক্তির দিন (Alia Bhatt | Gangubai Kathiawadi)। ছবিটি মুক্তি পাবে ৬ জানুয়ারি ২০২২ সালে। 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' একজন যৌনকর্মীর সত্যিকারের জীবনের গল্প, যিনি পরবর্তীকে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকা পালন করেছিলেন। ছবির নির্মাতারা প্রথম থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই ছবি বড় পর্দায় মুক্তি পাবে (Alia Bhatt | Gangubai Kathiawadi)। সেই মতো বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল মুক্তির দিন এবং ছবি সিনেমা হলেই মুক্তি পাবে (Alia Bhatt | Gangubai Kathiawadi)।
এদিন সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় লীলা বনশালীর প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, 'এবার অপেক্ষা তাঁর শক্তি দেখার... ৬ জানুয়ারি, ২০২২ সালে সিনেমা হলে মুক্তির অপেক্ষায় গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'। কিছুদিন আগে শোনা গিয়েছিল, এ বছরের বড়দিন উপলক্ষে আলিয়ার গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি মুক্তি পাবে ওটিটি-তে। তবে সেই জল্পনায় এদিন জল ঢেলে সঞ্জয় লীলা বনশালী প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছে বড় পর্দাতেই মুক্তি পাবে ছবিটি। গত ২৭ জুন ছবির শ্যুটিং শেষ হওয়ার পোস্ট করেছিলেন আলিয়া ভাট। জানিয়েছিলেন করোনা, লকডাউন, সাইক্লোনের চোখরাঙানির পরও ছবির শ্যুটিং শেষ করেছেন তাঁরা।
View this post on Instagram
View this post on Instagram
আলিয়ার পোস্টে উঠে এসেছিল, গত দু'বছর ধরে তাঁদের এই ছবির পিছনের নানা কথা। একাধিক বাধা পেরিয়ে যেভাবে ছবির শ্যুটিং শেষ হয়, সে কথা মনে করতে গিয়ে খানিক আবেগঘন হয়ে পড়েছিলেন অভিনেত্রী। আলিয়া ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে বড় ক্যাপশন লিখেছিলেন। তাঁর কথায়, '২০১৯ সালের ৮ ডিসেম্বর আমরা গঙ্গুবাঈয়ের শ্যুটিং শুরু করেছিলাম... আর আমরা ছবির শ্যুটিং শেষ করছি ২ বছর পর! এই ছবি ও সেট দুটি লকডাউন... দুটি সাইক্লোন, পরিচালক, অভিনেতাদের করোনা আক্রান্ত হওয়ার মতো নানা বাধার মধ্যে দিয়ে গিয়েছে। এতে আরও একটা ছবি হয়ে যায়।'
আরও পড়ুন: অক্ষয়ের 'পৃথ্বীরাজ', দুই রণবীরের 'জয়েশভাই' ও 'শামশেরা'র মুক্তির দিন ঘোষিত! জানুন
আলিয়ার গঙ্গুবাঈ সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে তাঁর প্রথম ছবি। 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' এক মাফিয়া কুইনের জীবনের গল্প। এর আগে সলমানের সঙ্গে আলিয়ার সঞ্জয়ের 'ইলশাল্লাহ' ছবিতে কাজ করার কথা ছিল। তবে সেই ছবি বাতিল হয়ে যায়। এই ছবিতে অজয় দেবগণকেও বহুদিন পর পরিচালকের সঙ্গে কাজ করতে দেখা যাবে। সঞ্জয় লীলা বনশালির সঙ্গে 'হাম দিল দে চুকে সনম' ছবিতেও কাজ করেছিলেন অজয়। এই ছবি মুক্তির প্রথমে দিন ঠিক হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২০ সালে। নতুন দিন ঘোষণা হতেই ভক্তমহলে উন্মাদনা ছড়িয়েছে।
আরও পড়ুন: ঠিক হয়ে গেল বিয়ের জায়গা? রণবীর-আলিয়াকে এবার যেখানে পাওয়া গেল, শুরু কাউন্টডাউন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Bollywood, Sanjay Leela Bhansali