ফুসফুস ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত ! স্টেজ থ্রিতে ধরা পড়ল এই মারণ রোগ !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
স্টেজ থ্রিতে ক্যানসার ধরা পড়ায় সকলেই চিন্তিত। সূত্র থেকে জানা গিয়েছে, চিকিৎসার জন্য ইউএস যাবেন সঞ্জয় দত্ত।
#মুম্বই: আরও এক দুঃসংবাদ। ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ফুসফুস-এর ক্যানসার হয়েছে তাঁর। স্টেজ থ্রি তে ধরা পড়েছে সঞ্জয়ের ক্যানসার। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। শারীরিক অবস্থা অবনতির দিকে থাকলেও, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন জানিয়েছিলেন তিনি। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। তার মধ্যেই এল ভয়ানক খারাপ খবর। ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। তাঁর ফুসফুস ক্যানসার ধরা পড়েছে।
Sanju sir diagnosed with lung cancer :( #sanjaydutt get well soon sir this year why u doing this ?
— adhyayan summan (@AdhyayanSsuman) August 11, 2020
advertisement
Sanjay Dutt diagnosed with lung cancer. Let’s pray for his speedy recovery.https://t.co/IBc6j2XchZ
— Komal Nahta (@KomalNahta) August 11, 2020
advertisement
৬১ বছর বয়সী এই অভিনেতার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে স্টেজ থ্রিতে। তাঁর কাছের বন্ধু ট্যুইট করে জানান এই খবর। আজই সঞ্জয় দত্ত ট্যুইট করে জানিয়েছিলেন তাঁর শরীর ভাল নেই। কিছু দিনের জন্য তিনি কাজ থেকে ব্রেক নিচ্ছেন। তারপরেই তাঁর এই রিপোর্ট সামনে আসে। স্টেজ থ্রিতে ক্যানসার ধরা পড়ায় সকলেই চিন্তিত। সূত্র থেকে জানা গিয়েছে, চিকিৎসার জন্য ইউএস যাবেন সঞ্জয় দত্ত। 'বাবা'র অসুস্থতার খবর জানাজানি হতেই সকলে তাঁর সুস্থতা কামনা করেছেন। ক্যানসার বলিউডে অনেকটা অভিশাপের মতো। সোনালি বেন্দ্রে থেকে লিসা রে, ইরফান খান, মনীষা কৈরালা একের পর এক অভিনেতা আক্রান্ত হয়েছেন এই রোগে। আপাতত সকলেই চাইছেন সঞ্জুবাবার দ্রুত আরোগ্য।
advertisement
ARUNIMA DEY
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2020 11:29 PM IST