• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সুশান্ত সিং রাজপুতের নায়িকা হচ্ছেন এই নতুন মুখ

সুশান্ত সিং রাজপুতের নায়িকা হচ্ছেন এই নতুন মুখ

Sanjana Sanghi. Photo: Instagram page of Sanjana Sanghi

Sanjana Sanghi. Photo: Instagram page of Sanjana Sanghi

 • Share this:

  #মুম্বই: হলিউডের রোম্যান্টিক ড্রামা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর রিমেক নিয়ে বলি ইন্ডাস্ট্রিতে তোড়জোর শুরু সে কবে থেকেই ৷ এ ছবির নায়ক হচ্ছেন সুশান্ত সিং রাজপুত ৷ তবে ছবির নায়িকা কে হবেন তা নিয়ে দোলাচল চলছিল ৷ এ ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা একটি ফ্রেশ ফেসের খোঁজে ছিলেন ৷

  অবশেষে পরিচালক যেমনটা চাইছিলেন ৷ ঠিক তেমন এক নায়িকার সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর বলি মহলে ৷ এই ছবির নায়িকা হচ্ছেন সঞ্জনা সাংঘি ৷  মুকেশ ছাবরা মুম্বই মিররকে বলেন, ‘‘রকস্টারের কাস্টিং ডিরেক্টর থাকার সময় আমি সঞ্জনাকে প্রথম দেখেছিলাম ৷ সে সময়ই তাঁর এনার্জি এবং ডায়নামিক অভিনয় ছিল নজর কাড়া ৷ এর কয়েক বছর পর কিছু অ্যাড শুটের জন্য তাঁর সঙ্গে আমার ফের দেখা হয় ৷ আর এ সময় তাঁকে দেখে আগের চেয়েও বেশি আশ্চর্য হয়েছিলাম ৷ আর তখনই এক প্রকার সিন্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে, সঞ্জনাকে নিয়ে একটা ছবি বানাবো ৷’’

  এর আগে ‘রকস্টার’, ‘হিন্দি মিডিয়াম’, ‘ফুকরে’তে দেখা গিয়েছিল সঞ্জনাকে ৷ তবে সুশান্তের বিপরীতে তিনিই নায়িকা হচ্ছেন ৷ এই খবর ছড়াতেই সঞ্জনা এখন নতুন ইন্টারনেট সেনসেশন ৷ ইন্টাগ্রামে ফলোয়ারের সংখ্যাও তরতরিয়ে বেড়েই চলেছে ৷

  The indigo obsession needs to stop

  A post shared by Sanjana Sanghi (@sanjanasanghi96) on

  ইতিমধ্যেই কে এই সঞ্জনা সাংঘি? এর আগে কোন ছবি করেছেন? কত বয়স-তাঁকে নিয়ে এমনতরো হাজারও সার্চ চলছে গুগলে ৷ আসুন জেনে নেওয়া যাক সঞ্জনা সম্পর্কে কিছু তথ্য ৷

  ২১ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম দিল্লিতে ৷ পড়াশোনাও দিল্লিতেই ৷ যখন তাঁর বয়স পনেরো, তখন তাঁকে প্রথম দেখা গিয়েছিল রণবীর কপূর অভিনীত ‘রকস্টার’ ৷ শোনা যায় ওই চরিত্রটির জন্য প্রায় কুড়ি হাজার মেয়ের অডিশন নেওয়া হয়েছিল ৷ তবে চরিত্রটি জুটেছিল সঞ্জনার কপালেই ৷

  the travel bug may have hit too hard

  A post shared by Sanjana Sanghi (@sanjanasanghi96) on

  এর পর একের তাবড় সব ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই সুন্দরী ৷ শোনা যায় তিনি কত্থক, জ্যাজ নাচেও সমান পারদর্শী ৷ এখন দর্শককুল সঞ্জনাকে বড় পর্দায় নায়িকা হিসেবে দেখার অপেক্ষায় ৷

  First published: