সুশান্ত সিং রাজপুতের নায়িকা হচ্ছেন এই নতুন মুখ
Last Updated:
#মুম্বই: হলিউডের রোম্যান্টিক ড্রামা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর রিমেক নিয়ে বলি ইন্ডাস্ট্রিতে তোড়জোর শুরু সে কবে থেকেই ৷ এ ছবির নায়ক হচ্ছেন সুশান্ত সিং রাজপুত ৷ তবে ছবির নায়িকা কে হবেন তা নিয়ে দোলাচল চলছিল ৷ এ ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা একটি ফ্রেশ ফেসের খোঁজে ছিলেন ৷
অবশেষে পরিচালক যেমনটা চাইছিলেন ৷ ঠিক তেমন এক নায়িকার সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর বলি মহলে ৷ এই ছবির নায়িকা হচ্ছেন সঞ্জনা সাংঘি ৷ মুকেশ ছাবরা মুম্বই মিররকে বলেন, ‘‘রকস্টারের কাস্টিং ডিরেক্টর থাকার সময় আমি সঞ্জনাকে প্রথম দেখেছিলাম ৷ সে সময়ই তাঁর এনার্জি এবং ডায়নামিক অভিনয় ছিল নজর কাড়া ৷ এর কয়েক বছর পর কিছু অ্যাড শুটের জন্য তাঁর সঙ্গে আমার ফের দেখা হয় ৷ আর এ সময় তাঁকে দেখে আগের চেয়েও বেশি আশ্চর্য হয়েছিলাম ৷ আর তখনই এক প্রকার সিন্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে, সঞ্জনাকে নিয়ে একটা ছবি বানাবো ৷’’
advertisement
advertisement
advertisement
এর আগে ‘রকস্টার’, ‘হিন্দি মিডিয়াম’, ‘ফুকরে’তে দেখা গিয়েছিল সঞ্জনাকে ৷ তবে সুশান্তের বিপরীতে তিনিই নায়িকা হচ্ছেন ৷ এই খবর ছড়াতেই সঞ্জনা এখন নতুন ইন্টারনেট সেনসেশন ৷ ইন্টাগ্রামে ফলোয়ারের সংখ্যাও তরতরিয়ে বেড়েই চলেছে ৷
advertisement
ইতিমধ্যেই কে এই সঞ্জনা সাংঘি? এর আগে কোন ছবি করেছেন? কত বয়স-তাঁকে নিয়ে এমনতরো হাজারও সার্চ চলছে গুগলে ৷ আসুন জেনে নেওয়া যাক সঞ্জনা সম্পর্কে কিছু তথ্য ৷
2017, I will always look back at you gushing with gratitude for being so incredibly special. For all the opportunities which were only dreams really, for all the wonderful people in my life and those I met along the way, all the warmest memories, life changing experiences and all the parts of the world I was lucky enough to visit. Hello 2018. ⭐️ A post shared by Sanjana Sanghi (@sanjanasanghi96) on
advertisement
২১ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম দিল্লিতে ৷ পড়াশোনাও দিল্লিতেই ৷ যখন তাঁর বয়স পনেরো, তখন তাঁকে প্রথম দেখা গিয়েছিল রণবীর কপূর অভিনীত ‘রকস্টার’ ৷ শোনা যায় ওই চরিত্রটির জন্য প্রায় কুড়ি হাজার মেয়ের অডিশন নেওয়া হয়েছিল ৷ তবে চরিত্রটি জুটেছিল সঞ্জনার কপালেই ৷
advertisement
এর পর একের তাবড় সব ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই সুন্দরী ৷ শোনা যায় তিনি কত্থক, জ্যাজ নাচেও সমান পারদর্শী ৷ এখন দর্শককুল সঞ্জনাকে বড় পর্দায় নায়িকা হিসেবে দেখার অপেক্ষায় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2018 12:35 PM IST