শ্যুটিংয়ের মাঝেই সঞ্জনার হাত ধরে হঠাৎ নাচতে শুরু করলেন সুশান্ত ! ভাইরাল ভিডিও

Last Updated:

আগামী ২৪ জুলাই ডিজনি+হটস্টারে মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুত ও নবাগতা সঞ্জনা সাংঘি অভিনীত ছবি ‘দিল বেচারা’ ।

#মুম্বই: আগামী ২৪ জুলাই ডিজনি+হটস্টারে মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুত ও নবাগতা সঞ্জনা সাংঘি অভিনীত ছবি ‘দিল বেচারা’ । সুশান্তের এটাই শেষ ছবি। এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবির ট্রেলার রিলিজ হতেই সুপারহিট হয়। এই ছবির গানগুলিও রিলিজ হতে না হতেই ভাইরাল হয়েছে। সুশান্তের ফ্যানেরা বার বার এই ভিডিওগুলি দেখছেন।
তবে ওটিটিটে রিলিজ না করে এই ছবি হলে মুক্তি পাক এমনটাই চেয়েছিলেন তাঁর ফ্যানেরা। তবে করোনার জন্য এই ছবি ওটিটিতেই মুক্তি পাচ্ছে। সুশান্তের আত্মহত্যার শোক এখনও ভুলতে পারেননি মানুষ। অনেকেই চাইছেন মৃত্যুর সিবিআই তদন্ত।
View this post on Instagram

#SanjanaSanghi shares a #throwback video featuring late #SushantSinghRajput from the sets of #DilBechara.

A post shared by Bollywood (@bollywoods_industry) on

advertisement
advertisement
সঞ্জনা সাংঘির এটাই প্রথম ছবি। সুশান্তের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকাহত ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে 'দিল বেচারা' ছবির গান 'তারে গিন'। এই গানের একটি দৃশ্য শেয়ার করলেন সঞ্জনা। তবে এটি শ্যুটিংয়ের দৃশ্য নয়। শ্যুটিং শুরু হওয়ার আগেই সঞ্জনাকে নিয়ে নাচলেন সুশান্ত। আচমকা এই নাচে অবাক হয়েছিলেন সঞ্জনা। এই ভিডিও শেয়ার হতেই ফের ভাইরাল হয়। এই ভিডিওটি জামশেদপুরে শ্যুট করা হয়েছিল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিংয়ের মাঝেই সঞ্জনার হাত ধরে হঠাৎ নাচতে শুরু করলেন সুশান্ত ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement