বাড়িতে নিয়ে আসতে হবে বান্ধবীদের, সলমনকে নাকি এমনই কড়া নির্দেশ দিয়েছেন সেলিম !

Last Updated:

একের পর এক হেভি ওয়েট নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ৷ সেই সম্পর্কের জলও গড়িয়েছে অনেকদূর ৷ কখনও সঙ্গীতা বিজলানি, কখনও ঐশ্বর্য রাই বচ্চন, কখনও আবার ক্যাটরিনা কাইফ ৷ সম্প্রতি শোনা যাচ্ছে, রোমানিয়ান টিভি প্রেজেন্টার য়ুলিয়া ভান্তুরের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি ৷

#মুম্বই: তাঁর বান্ধবীর লিস্টটা নেহাত কম লম্বা নয় ৷ তাঁর লভ লাইফ নিয়ে চর্চাও কম নয় ৷ ৫২ বছর বয়স হয়ে গেল, এখনও বড় পর্দায় দিব্যি হিরো সেজে নেচে-গেয়ে মাত করেন তিনি ৷ এক ঘুষিতে শুইয়ে দেন ১০টা ভিলেনকে ৷ এ হেন সলমন খানের বান্ধবীদের নিয়েও যে ভক্তদের প্রবল উত্তেজনা থাকবে সেটাই তো স্বাভাবিক ৷ তবে ফ্যানদের কখনও নিরাশ করেননি তিনি ৷
একের পর এক হেভি ওয়েট নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ৷ সেই সম্পর্কের জলও গড়িয়েছে অনেকদূর ৷ কখনও সঙ্গীতা বিজলানি, কখনও ঐশ্বর্য রাই বচ্চন, কখনও আবার ক্যাটরিনা কাইফ ৷ সম্প্রতি শোনা যাচ্ছে, রোমানিয়ান টিভি প্রেজেন্টার য়ুলিয়া ভান্তুরের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি ৷ কিন্তু তাতে সুরাহা হয়নি তেমন ৷ কারণ এখনও তিনি হ্যাপিলি সিঙ্গল ৷ কবে যে বিয়ের পিঁড়িতে বসবেন তাও জানা নেই ৷
advertisement
advertisement
এদিকে সলমন নিজেই জানালেন, তাঁর বান্ধবীদের নিয়ে বাবা সেলিম খানের নির্দেশের কথা ৷ সেলিম নাকি সলমন ও তাঁর ভাইদের উপর বান্ধবীদের বাড়িতে নিয়ে আসার নির্দেশ দিয়ে রেখেছেন ৷ সেলিমের হুকুম, বান্ধবীদের বাড়িতে নিয়ে এসে পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে হবে৷
advertisement
সম্প্রতি ‘১০ কা দম’-এর এক অতিথির সঙ্গে এ বিষয়ে কথা বলছিলেন ভাইজান ৷ দেশের অনেক যুগলই পার্কে বা রাস্তাঘাটে একসঙ্গে সময় কাটায় ৷ অনেক সময় এই ‘অপরাধে’ তাঁদের মার খেতেও হয় ৷ তাঁদের হয়তো ছোট্ট বাড়িতে অনেকে থাকেন, হোটেল বুক করার পয়সাও নেই তাঁদের ৷ সে করণেই রাস্তায় দেখা করতে বাধ্য হন তাঁরা ৷ কিন্তু সেলিম খান সব সময়ই তাঁর ছেলেমেয়েদের বাড়িতে তাঁদের বিশেষ বন্ধুদের নিয়ে আসার স্বাধীনতা দিয়েছেন ৷ সলমন বলেন, তাঁদের বাড়িতে এমনই নিয়ম ৷ যদি কেউ পছন্দের মানুষকে খুঁজে পায়, তাঁকে বিয়ে করতে চায়, তাহলে সেই কথা সবার আগে বাবা-মাকে জানাতে হবে ৷ তাঁরা ছেলেমেয়ের সিদ্ধান্তের উপর ভরসা করেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাড়িতে নিয়ে আসতে হবে বান্ধবীদের, সলমনকে নাকি এমনই কড়া নির্দেশ দিয়েছেন সেলিম !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement