রেস থ্রির পোস্টারে মাখোমাখো রসায়ন সলমন-জ্যাকলিনের
Last Updated:
প্রকাশ্যে এল রেস থ্রি আরও একটি পোস্টার ৷ আবারও ধরা পড়ল সলমন-জ্যাকলিনের রসাল কেমিস্ট্রি ৷
#মুম্বই: প্রকাশ্যে এল রেস থ্রি আরও একটি পোস্টার ৷ আবারও ধরা পড়ল সলমন-জ্যাকলিনের রসাল কেমিস্ট্রি ৷ ব্যাকলেস টপে জ্যাকলিন আর সলমন সোজা তাকিয়ে ক্যামেরায়, হাতে তাঁর রিভলবার ৷ ব্যাস, ছবির থিম উঠে এল এই পোস্টারেই ৷
Racing hearts ♥ #Race3 #Songshoot in #Ladakh @Asli_Jacqueline @SKFilmsOfficial @tipsofficial #race3thisEid pic.twitter.com/LuPw8o7jOt
— Salman Khan (@BeingSalmanKhan) April 27, 2018
advertisement
রেস সিরিজের তৃতীয় এই ছবিতে বদল হয়েছে অনেক ৷ পরিচালক আব্বাস-মস্তানর বদলে এবার পরিচালনায় রেমো ডি'সুজা ৷ পোস্টার বয় অবশ্যই সলমন খান ৷ তিনি যেই ছবিতে থাকেন সেই ছবির তিনিই রাজা ! এই মুহূর্তে সলমন এই ছবির 'আল্লাহ দুহায়ি হ্যায়' গানের শুটিং করছেন ৷ লেহতে চলছে এই শ্যুটিং ৷ সঙ্গে রয়েছেন জ্যাকলিন ৷ এই গানটির শ্যুটিং-এর সঙ্গে শেষ হবে ছবির শ্যুটিংও ৷ এর আগে সোনমার্গে বেশ কিছুদিন হয়েছে ছবির শ্যুট ৷ তিন বছর পর সোনমার্গে ফিরলেন সলমন, বজরঙ্গি ভাইজানের শ্যুটিংও হয়েছিল এই শহরেই ৷
advertisement
কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে সেখানকার বাসিন্দাদের সঙ্গে সেলফি,ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় ঘুরছে এমন বহু ছবি ৷ সঙ্গে অবশ্যই জ্যাকলিনের সঙ্গে সলমনের শ্যুটিং-এর ছবি হোক বা কাশ্মীরের রাস্তায় বাইকে তাঁদের রেসের ছবিও ভাইরাল হয়েছে আগেই ৷
advertisement
advertisement
সলমন-জ্যাকলিন ছাড়াও রেস থ্রি ছবিতে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল সহ আরও অনেকে ৷ ছবি মুক্তি ১৫ জুন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2018 11:04 AM IST