• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কথা দিয়েছেন ফিরবেন! ক্যান্সার আক্রান্ত সঞ্জয়ের সড়ক ২ ছবির ট্রেলার রিলিজেই ধমাকা,দেখুন...

কথা দিয়েছেন ফিরবেন! ক্যান্সার আক্রান্ত সঞ্জয়ের সড়ক ২ ছবির ট্রেলার রিলিজেই ধমাকা,দেখুন...

গতকাল, মঙ্গলবার, খবর মিলেছে সঞ্জয় ক্যান্সারে আক্রান্ত৷ আজ, বুধবার আবার খবরে সঞ্জয়৷ সৌজন্য তাঁর ছবি সড়ক ২-এর ট্রেলার৷ এবং তাতে ব্যাপক সাড়া মিলেছে৷

গতকাল, মঙ্গলবার, খবর মিলেছে সঞ্জয় ক্যান্সারে আক্রান্ত৷ আজ, বুধবার আবার খবরে সঞ্জয়৷ সৌজন্য তাঁর ছবি সড়ক ২-এর ট্রেলার৷ এবং তাতে ব্যাপক সাড়া মিলেছে৷

গতকাল, মঙ্গলবার, খবর মিলেছে সঞ্জয় ক্যান্সারে আক্রান্ত৷ আজ, বুধবার আবার খবরে সঞ্জয়৷ সৌজন্য তাঁর ছবি সড়ক ২-এর ট্রেলার৷ এবং তাতে ব্যাপক সাড়া মিলেছে৷

 • Share this:

  #মুম্বই: আগেই জানিয়েছেন যে বলিউড থেকে সাময়িক বিরতি নিচ্ছেন৷ সেই মোতাবেক আপাতত বিরতির আগে সঞ্জয়ের যেই ছবিগুলি মুক্তি পাবে তার মধ্যে অন্যতম সড়ক ২৷ এই ছবির ট্রেলার মুক্তিতে মিলেছে ব্যাপক সাড়া৷ কারণ সঞ্জয় মানেই হিট৷ তা সে খলনায়ক, সাজন হোক বা মুন্নাভাই, অগ্নিপথ! ভালবাসা পেয়েছেন ভক্তদের৷ ‘সড়ক ২’ ছবিতে যৌবনের সঞ্জয়কেও দেখা যাবে৷ ছবি দেখে অনেকেই নস্টালজিয়ায় ভাসছেন৷

  সঙ্গে রয়েছে সঞ্জয়ের অভিনয়ের ধার৷ এই ছবির ট্রেলার দেখে আরও একবার সকলের মনে দাগ কাটছে যে দুই দশকেরও বেশি সময় বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন সঞ্জয়৷ জীবনে অনের বিপর্যয় এসেছে তাঁর৷ কাজও বন্ধ রাখতে হয়েছে বলিউডে৷ তবে তিনি মুন্নাভাই৷ যখনই এসেছেন পর্দায়, তখনই পেয়েছেন দর্শকদের জাদু কি ঝাপ্পি! এ বার পালা ‘সড়ক ২’-র৷ ছবিতে সঞ্জয় ছাড়াও রয়েছেন আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর৷ সড়ক ২ ছবিটি মুক্তি পাচ্ছে ২৮ অগাস্ট ৷ লকডাউনের কারণে সিনেমা হল বন্ধ থাকায় এই ছবি মুক্তি পাচ্ছে হটস্টার-ডিজনিতে ৷

  ছবির ট্রেলারে একটি ডায়লগ রয়েছে যা এই সময় দাঁড়িয়ে অত্যন্ত উল্লেখযোগ্য৷ কারণ সেখানে বলা হচ্ছে, এ ভাবে তুমি মরতে পারবে না বন্ধু, তোমায় যেভাবে হোক বাঁচতেই হবে! এটা যেন ছবির সংলাপ নয়৷ সঞ্জয়কে বলছেন তাঁর বন্ধু, আত্মীয়, দর্শকরা৷ এখন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন সঞ্জয় ভক্তরা৷ কারণ এরপরই দীর্ঘ বিরতিতে চলে যাবেন সঞ্জয়৷ শুরু হবে তাঁর ক্যান্সারের বিরুদ্ধে কঠিন লড়াই৷ তবে আবারও তিনি ফিরবেন কাজে৷ সেটাই আশা, তাঁর অগণিত ভক্তকূলের।

  ক্যান্সার আক্রান্ত সঞ্জয়৷ চিকিৎসার জন্য তিনি উড়ে যেতে পারেন আমেরিকায়৷ এখন আর তিনি ছবিতে কাজ করবেন না ঠিকই৷ কিন্তু তিনি যখনই ফিরবেন কাজে তখনই হবে ধামাকা!

  ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ৬১ বছর বয়সী এই অভিনেতার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে স্টেজ থ্রিতে। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থা অবনতির দিকে থাকলেও, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন জানিয়েছিলেন তিনি। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়।

  Published by:Pooja Basu
  First published: