#মুম্বই: রিতেশ দেশমুখ ও জেনেলিয়া বলিউডের মিষ্টি একটি জুটি। সিনেমায় কাজ করতে করতেই তাঁদের প্রেম ও বিয়ে। এখন দুই সন্তানের বাবা রিতেশ। লকডাউন জুড়ে গৃহবন্দি তাঁরা। জীবনে এতটা সময় একসঙ্গে থাকা হয়নি, আগে কখনও। লকডাউনে বাড়িতে থেকেই নানা রকম ভিডিও পোস্ট করেছেন রিতেশ। তাতে দেখা যাচ্ছে কখনও তিনি বাসন মাজছেন, কখনও বাড়ি পরিস্কার করছেন। আর জেনেলিয়া ব্যস্ত ফোন নিয়ে।
তবে বউকে ডিভোর্স দিতে চেয়েছিলেন রিতেশ ! এ কথা শুনেই সবাই চমকে ওঠে। কারণ এই জুটির প্রেম সবার মুখে মুখে ঘোরে। কি এমন হল তবে ! একটি ভিডিওতে রিতেশ বলছেন, ফুলশয্যার রাতেই আমি ওকে ডিভোর্স দিতাম। কারণ আমি বলেছিলাম ঘোমটা সরাও মুখ থেকে। ও বলেছিল, আমি পারবো না নিজেই সরিয়ে নাও। সেদিনই বুঝেছিলাম এ কামচোর।" এই ভিডিওটি বানানোর সময় পাশে বসে রয়েছেন জেনেলিয়া। যদিও তিনি জানেন না, কি বলছেন রিতেশ। ভিডিওটি টিকটকে শেয়ার করেছেন অভিনেতা। পুরো বিষয়টাই মজা করে বলেছেন রিতেশ। মাঝে মধ্যেই এই রকম মজার ভিডিও বানিয়ে ফ্যানেদের উপহার দেন এই অভিনেতা।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Riteish Deshmukh, TikTok, Viral Video