এত বছর পর প্রকাশ্যে এল ঋষি আর নিতু কাপুরের বিয়ের কার্ড, দেখুন কী লেখা ছিল তাতে

Last Updated:
#মুম্বই: থেমে গেলেন তিনি । পথ চলতে শুরু করেছিলেন একসঙ্গে । কিন্তু আচমকাই থমকে গেল একজনের জীবনপ্রদীপ । অন্যজন এখন একা... সম্পূর্ণ একা । চার দশক আগে ১৯৮০-র ২২ জানুয়ারি ঋষি কাপুর আর নিতু সিংয়ের চার হাত এক হয়েছিল । তারপর থেকে কখনও আলাদা হননি দু’জনে । কিন্তু জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আলাদা হতেই হল তাঁদের । বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি । তখনও স্বামীর মাথার পাশে ঠায় দাঁড়িয়ে নিতু ।
কোনও সিনেমার গল্পের থেকে কম নয় ঋষি-নিতুর বাস্তবের প্রেম কাহিনী । ‘জহরলীলা ইনসান’ ছবির সেটে প্রথম আলাপ ঋষি-নিতুর ।এরপর ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খেল খেল মে’, ‘কভি কভি’, ‘দো দুনি চার’ একেরপর এক ছবিতে একসঙ্গে কাজ করতে থাকেন দু’জনে । সেখান থেকেই শুরু হয় প্রেম। বিয়ে হয় ১৯৮০-তে । এরপর ঋদ্ধিমা আর রণবীর, দুই ছেলে-মেয়ের জন্ম দেন নিতু । ধীরে ধীরে সরে আসেন বিনোদনের দুনিয়া থেকেও । কিন্তু এবার যে বাস্তবের দুনিয়া থেকে একজনকে চিরতরে বিদায় জানানোর পালা । বিদায় জানালেন নিতু কাপুর । ঋষির হাসিমাখা মুখের একটি ছবি দিয়ে আবেগঘন পোস্টে বিদায় বললেন আজীবনের দোসর, প্রাণের বন্ধুকে । লিখলেন, ‘তাহলে এখানেই আমাদের গল্পের শেষ হল ।’
advertisement
ঋষির মৃত্যুর পর এতদিনে ঋষি-নিতুর বিয়ের কার্ড এল প্রকাশ্যে । ছিমছাম কার্ডটিতে আভিজাত্যের ছাপ ফুটে উঠেছে । রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের তরফে অতিথিদের নিমন্ত্রণবার্তা লেখা রয়েছে সেই কার্ডে ।
advertisement
View this post on Instagram

End of our story

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
এত বছর পর প্রকাশ্যে এল ঋষি আর নিতু কাপুরের বিয়ের কার্ড, দেখুন কী লেখা ছিল তাতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement