এত বছর পর প্রকাশ্যে এল ঋষি আর নিতু কাপুরের বিয়ের কার্ড, দেখুন কী লেখা ছিল তাতে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#মুম্বই: থেমে গেলেন তিনি । পথ চলতে শুরু করেছিলেন একসঙ্গে । কিন্তু আচমকাই থমকে গেল একজনের জীবনপ্রদীপ । অন্যজন এখন একা... সম্পূর্ণ একা । চার দশক আগে ১৯৮০-র ২২ জানুয়ারি ঋষি কাপুর আর নিতু সিংয়ের চার হাত এক হয়েছিল । তারপর থেকে কখনও আলাদা হননি দু’জনে । কিন্তু জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আলাদা হতেই হল তাঁদের । বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি । তখনও স্বামীর মাথার পাশে ঠায় দাঁড়িয়ে নিতু ।
কোনও সিনেমার গল্পের থেকে কম নয় ঋষি-নিতুর বাস্তবের প্রেম কাহিনী । ‘জহরলীলা ইনসান’ ছবির সেটে প্রথম আলাপ ঋষি-নিতুর ।এরপর ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খেল খেল মে’, ‘কভি কভি’, ‘দো দুনি চার’ একেরপর এক ছবিতে একসঙ্গে কাজ করতে থাকেন দু’জনে । সেখান থেকেই শুরু হয় প্রেম। বিয়ে হয় ১৯৮০-তে । এরপর ঋদ্ধিমা আর রণবীর, দুই ছেলে-মেয়ের জন্ম দেন নিতু । ধীরে ধীরে সরে আসেন বিনোদনের দুনিয়া থেকেও । কিন্তু এবার যে বাস্তবের দুনিয়া থেকে একজনকে চিরতরে বিদায় জানানোর পালা । বিদায় জানালেন নিতু কাপুর । ঋষির হাসিমাখা মুখের একটি ছবি দিয়ে আবেগঘন পোস্টে বিদায় বললেন আজীবনের দোসর, প্রাণের বন্ধুকে । লিখলেন, ‘তাহলে এখানেই আমাদের গল্পের শেষ হল ।’
advertisement
ঋষির মৃত্যুর পর এতদিনে ঋষি-নিতুর বিয়ের কার্ড এল প্রকাশ্যে । ছিমছাম কার্ডটিতে আভিজাত্যের ছাপ ফুটে উঠেছে । রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের তরফে অতিথিদের নিমন্ত্রণবার্তা লেখা রয়েছে সেই কার্ডে ।
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2020 8:05 PM IST