সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী! রইল অভিনেতার না দেখা ছবির ঝলক

Last Updated:

মৃত্যুর পরে সুশান্তকে স্মরণ করে অনেকেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। পরিবার থেকে সহ- অভিনেতা কিংবা অভিনেত্রী অনেকেই সুশান্তের জন

#মুম্বই: ঠিক এক বছর আগের একটি ব্রেকিং নিউজ। আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। চমকে গিয়েছিল সারা দেশ। কিন্তু আদৌ কি সুশান্ত আত্মহত্যা করেছিলেন নাকি তাঁর মৃত্যুর পিছনে লুকিয়ে অন্য কোনও রহস্য! গত এক বছরেও এখনো সুরাহা মেলেনি।
গত বছর ১৪ জুন আচমকাই রহস্য মৃত্যু হয় পর্দার মহেন্দ্র সিং ধোনির। আর সেই খবর সামনে আসতেই একের পর এক চাপানোউতর শুরু হয় বলিউডের অন্দরে। নেপোটিজম নাকি সাফল্য না পাওয়ার হতাশা নাকি প্রেমের ব্যর্থতা- অভিনেতার মৃত্যুকে ঘিরে একের পর এক বিতর্ক চলতে থাকে। এমনকি সুশান্তের মৃত্যুর রেশ ধরে উঠে আসে বলিউডে একাধিক অভিনেতা-অভিনেত্রীর মাদকযোগের অভিযোগ। যার ফলে গ্রেফতারও হন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী। কিন্তু ‘ছিছোরে’-এর (Chhichhore) নায়কের মৃত্যুর রহস্য তিমিরেই রয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
মৃত্যুর পরে সুশান্তকে স্মরণ করে অনেকেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। পরিবার থেকে সহ- অভিনেতা কিংবা অভিনেত্রী অনেকেই সুশান্তের জন্য হৃদয়স্পর্শী অনুভূতি প্রকাশ করেন। তারই মধ্যে রয়েছে সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতির (Shweta Singh Kirti) বেশ কিছু পোস্টও। যেমন একটি ছবিতে গত আগস্ট মাসে রাখী উৎসবের দিনে শ্বেতা ভাইয়ের সঙ্গে একটি আনন্দের স্মৃতি শেয়ার করেন। ছবিটিতে তাঁকে তাঁর ভাইকে বিভিন্ন সময়ে রাখী পরিয়ে দিতে এবং মিষ্টি খাইয়ে দিতে দেখা যায়।
advertisement
advertisement
এরপর গত বছর ৩১ আগস্ট নিজের ইনস্টাগ্রামে আরো একটি ছকছকে ছবি শেয়ার করেন শ্বেতা। ছবিটির ক্যাপসনে তিনি লেখেন ২০১৪ সালে তাদের দিদির বিবাহবার্ষিকীতে ভাই-বোনদের নাচের ছবি। সুশান্তকে সংশ্লিষ্ট ছবিটিতে দিদিদের সঙ্গে যথেষ্ট হাসি খুশি ও খোশ মেজাজে দেখা যাচ্ছিল।
সুশান্তের মৃত্যুর কিছুদিনের মধ্যেই, শ্বেতা একটি দীর্ঘ বার্তা সহ সুশান্তের সঙ্গে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেন। যেখানে প্রথম ছবিতে শৈশবের সুশান্তের সঙ্গে রয়েছে দিদির বিয়েতে তরুণ হ্যান্ডসাম সুশান্ত। একইসঙ্গে শেষ ছবিটিতে মৃত্যুর দু মাস আগের চ্যাটের একটি স্ক্রিনশটও ছিল।
advertisement
সুশান্তের বেশ কিছু মূল্যবান ছবিও রয়েছে অভিনেতার দিদির গ্যালারিতেঃ
advertisement
View this post on Instagram

A post shared by Shweta Singh kirti (SSK) (@shwetasinghkirti)

View this post on Instagram

A post shared by Shweta Singh kirti (SSK) (@shwetasinghkirti)

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের ৩৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমেরিকা নিবাসী শ্বেতা ৩৫,০০০ মার্কিন ডলারের বৃত্তি ঘোষণা করেছিলেন যা "ইউসি বার্কলে (UC Berkeley) -তে অ্যাস্ট্রো ফিজিক্স (Astrophysics) করতে আগ্রহী যে কোনও ব্যক্তির জন্য" প্রায় ২৫ লক্ষের টাকার সমান। মাত্র সাত বছরের ফিল্মি কেরিয়ারে ‘কাই পো ছে’ (kai Po che!), ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ (M.S Dhoni: The Untold Story), ‘সোনচিড়িয়া’ (Sonchiriya), ‘ছিছোড়ে’ (Chhichhore)-এর মতো ছবি উপহার দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। মৃত্যুর একমাস পর সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ (Dil Bechara) মুক্তি পায়, যা গত বছর ওটিটি প্ল্যাটফর্মে ভারতে সর্বাধিক স্ট্রিম হওয়া ছবি ছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী! রইল অভিনেতার না দেখা ছবির ঝলক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement