দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছিলেন, এখন কেমন আছেন শাবানা আজমি ?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
#মুম্বই: গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেত্রী শাবানা আজমির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ তিনি এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন৷ শনিবার মুম্বই-পুণে এক্সপ্রেস হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা৷ খালাপুর টোল প্লাজার কাছে তার গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর৷ ঘটনাটি ঘটে দুপুর সাড়ে তিনটে নাগাদ৷ সঙ্গে সঙ্গে তাকে পানভেলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে অবস্থার উন্নতি হলে তাকে কোকিলাবেন হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ আপাতত চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি অনেকটাই ভাল রয়েছেন৷
স্বামী জাভেদ আখতরের জন্মদিন পালন করতে শাবানা ও জাভেদ মুম্বাই ফিরছিলেন৷ সেখানেই এই দুর্ঘটনা ঘটে৷ শাবানার গাড়িতে জাভেদ না থাকায়, তিনি বেঁচে যান৷
এই দুর্ঘটনার শাবানা আজমির চালক ট্রাকের চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। ট্রাক চালক জানিয়েছেন যে অভিনেত্রীটির চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিনেত্রী চালকের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে।
advertisement
advertisement
অভিনেত্রী এখনও কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তবে তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে। সোশাল মিডিয়ায় ভক্তরা ও বলিউড তারকারা অভিনেত্রীর সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টু্ইটারে শাবানার দ্রুত আরোগ্য কামনা করেছেন৷
Location :
First Published :
January 20, 2020 5:28 PM IST