Ranu Mondal| Bollywood|| রানু মণ্ডলকে নিয়ে এ বারে বলিউডি ছবি! জানেন কে অভিনয় করছেন গায়িকার চরিত্রে?

Last Updated:

Ranu Mondal| Eshika Dey| Bollywood Movie: রানু মণ্ডলের জার্নি ফুটে উঠবে বড় পর্দায়। ভাবতে অবাক লাগলেও, এটাই সত্যি। ইন্টারনেট সেনসেশন রানু মুণ্ডলকে নিয়ে তৈরি হচ্ছে বলিউডের সিনেমা।

#কলকাতা: লতা মঙ্গেশকরের গান করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছিলেন, সেই রানু মণ্ডলকে (Ranu Mondal) মনে আছে নিশ্চয়ই আপনার? মাত্র একটি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছিলেন রাতারাতি। রানাঘাট স্টেশনে ভিক্ষে করা মহিলা থেকে স্বপ্নের শহর মুম্বই পৌঁছেছিলেন কয়েকদিনের মধ্যেই। যদিও কয়েকদিনের মধ্যেই সেই লাইমলাইট সরে যায়। আবারও রানাঘাটে ফেরেন রানু। তবে সম্প্রতি ফের তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (social media)। তারপরেই এল এক সুখবর!
জানা গিয়েছে, এ বারে সেই রানু মণ্ডলের জার্নি ফুটে উঠবে বড় পর্দায়। ভাবতে অবাক লাগলেও, এটাই সত্যি। ইন্টারনেট সেনসেশন  রানু মুণ্ডলকে নিয়ে তৈরি হচ্ছে বলিউডের সিনেমা। পরিচালক ঋষিকেশ মণ্ডল। রানু মণ্ডলের জীবনের নানা ওঠাপড়ার গল্প নিয়েই আবর্তিত হবে চিত্রনাট্য। সিনেমায় মুখ্য চরিত্রে অর্থাৎ রানু মণ্ডলের (Ranu Mondal) চরিত্রে অভিনয় করছেন 'সেক্রেড গেমস' খ্যাত অভিনেত্রী ঈষিকা দে (Eshika Dey)। আপাতত ছবির নাম ঠিক হয়েছে ‘মিস রানু মারিয়া’। ছবিতে অভিনয় করবেন অভিনেতা কমল মিশ্র। নভেম্বর থেকে শুরু হবে শুটিং। ২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে মুক্তি পেতে পারে রানু মণ্ডল ঘিরে তৈরি হওয়া এই ছবি। জানা গিয়েছে, ছবিতে অভিনয়ের জন্য আবেদন জানানো হয়েছে সুরকার এবং সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়াকে।
advertisement
রারানু মণ্ডলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঈষিকা দে। রারানু মণ্ডলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঈষিকা দে।
advertisement
ইতিমধ্যেই চরিত্রের প্রয়জনীয় পড়াশুনা করতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী ঈষিকা দে। অভিনেত্রী নিউজ 18 বাংলা ডিজিটাল-কে জানিয়েছেন, "রানু মণ্ডলের পরিচিতি পাওয়ার দিন থেকে এখনও পর্যন্ত তাঁর জার্নি এবং তার আগে রানাঘাট স্টেশনে তাঁর ভিক্ষে করে কাটানো জীবন...দুটিই সিনেমায় দেখানো হবে।" তবে করোনার জন্য এখনও রানুর সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ আসেনি। ইশিকা জানিয়েছেন, "সামনাসামনি দেখা না হলেও শুটিং শুরুর আগে ভার্চুয়ালি অনেক কথা বলব ওনার সঙ্গে। ছবিটাই অনেক শেড আছে, সেগুলো করার জন্য তাঁর সঙ্গে কথা বলা জরুরি। রানু মণ্ডলের জীবন, জীবনের নানা ঘাত-প্রতিঘাত, সেগুলো কাটিয়ে ওঠা, কেন তিনি রানাঘাট স্টেশনে আশ্রয় নিয়েছিলেন…সব মিলিয়ে রানু মণ্ডলের ব্যাক স্টোরির ওপর জোর দেওয়া হবে।"
advertisement
সিনেমার শ্যুটিং হবে কলকাতা, রানাঘাট, মুম্বইয়ে। ঈষিকা বলেন, প্রতিটি চরিত্র করার জন্যই পড়াশুনা করতে হয়, সেই চরিত্রের মধ্যে ঢুকতে হয়। এ ক্ষেত্রেও তাই হচ্ছে। ফলে তাঁকে ১০ কেজি ওজন কমাতে হয়েছে ইতিমধ্যেই। সেই অজন যাতে না বাড়ে তার জন্য নিয়মিত ডায়েট এবং শরীর চর্চা করতে হচ্ছে। পাশাপাশি, রানু কীভাবে হাঁটেন, কীভাবে কথা বলেন, তা আয়ত্বে আনতে তাঁর গানের ভিডিও, তাঁর নানা ইন্টারভিউ দেখছেন দিনরাত এক করে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranu Mondal| Bollywood|| রানু মণ্ডলকে নিয়ে এ বারে বলিউডি ছবি! জানেন কে অভিনয় করছেন গায়িকার চরিত্রে?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement