#কলকাতা: রানাঘাটের রানু মণ্ডলকে (Ranu Mandal) জড়িয়ে ধরে ভালবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী ঈষিকা দে (Eshika Dey)। মা-বলে সম্বোধন করলেন তাঁর লক্ষ লক্ষ ফ্যানদের সামনে, ব্যবস্থা করে দিলেন মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ চিকিৎসার (Bangla News)।
কথায় আছে 'তুমি যদি কাউকে যথাযথ সম্মান দাও, সেই সম্মান তুমি ফিরে পারে। তুমি যদি কাউকে ভালবাস, সেই ভালবাসা তুমি ফিরে পাবে। এ সত্য জীবনে প্রথমবার উপলব্দি করেছেন ঈষিকা। কোনও রাখঢাক না রেখে সকলের সামনে তা স্বীকারও করে নয়েছেন একটি মর্মস্পর্শী ভিডিও (Viral Video) পোস্ট করে। রানু মণ্ডলের (Ranu Mandal) সঙ্গে ভালবাসার বন্ধনে আবদ্ধ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেছেন অভিনেত্রী (Bangla News)। সেখানে রানুকে আকুল হয়ে কাঁদতে দেখা গিয়েছে। তারই ক্যাপশনে ঈষিকা লিখেছেন, "I experienced the phrase for the first time though heard many times : Give Respect You will Get Respect... Give Love you will get back Love. Love you Ranu Ma"।
লতা মঙ্গেশকরের গান করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল। এ বারে সেই রানুর জার্নি ফুটে উঠবে বলিউডের সিনেমায়। পরিচালক ঋষিকেশ মণ্ডল। রানু মণ্ডলের জীবনের নানা ওঠাপড়ার গল্প নিয়েই আবর্তিত হচ্ছে চিত্রনাট্য। সিনেমায় মুখ্য চরিত্রে অর্থাৎ রানু মণ্ডলের (Ranu Mondal) চরিত্রে অভিনয় করছেন 'সেক্রেড গেমস' খ্যাত অভিনেত্রী ঈষিকা দে (Eshika Dey)। ছবির নাম ‘মিস রানু মারিয়া’ (Miss Ranu Maria)। ছবিতে অভিনয় করবেন অভিনেতা কমল মিশ্র। নভেম্বর থেকে শুরু হবে শুটিং। ২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে মুক্তি পেতে পারে রানু মণ্ডল ঘিরে তৈরি হওয়া এই ছবি।
চরিত্রের প্রয়োজনীয় পড়াশুনা করতে শুরু করেছিলেন আগেই। সপ্তাহখানেক আগে ঈশিকা-সহ 'মিস রানু মারিয়া' টিমের একাংশ রানু মন্ডলের সঙ্গে দেখা করতে রানাঘাটে তাঁর বাড়িতে পৌঁছে যান। মাত্র চার-পাঁচদিনের মধ্যেই রানুর সঙ্গে ঈশিকার (Eshika Dey) খুব ভাল সম্পর্ক গড়ে ওঠে। তারই প্রতিফল দেখা গিয়েছে অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে। জানা গিয়েছে,ওয়ার্কশপের শেষদিনে ভিডিওটি করা যখন টিমের সদস্যরা ফিরছিলেন (Bangla News)। তখনই অভিনেত্রীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠেন রানু। মাত্র কয়েকদিনের পরিচয়, তাতেই তৈরি হয়েছিল বন্ধন, তাই চোখের কোনা ভিজেছিল ঈশিকারও।
অভিনেত্রী নিউজ 18 বাংলা ডিজিটাল-কে জানিয়েছেন, "রানু মণ্ডলের (Ranu Mandal) পরিচিতি পাওয়ার দিন থেকে এখনও পর্যন্ত তাঁর জার্নি এবং তার আগে রানাঘাট স্টেশনে তাঁর ভিক্ষে করে কাটানো জীবন...দুটিই সিনেমায় দেখানো হবে।" সিনেমার শ্যুটিং হবে কলকাতা, রানাঘাট, মুম্বইয়ে। ঈষিকা বলেন, প্রতিটি চরিত্র করার জন্যই পড়াশুনা করতে হয়, সেই চরিত্রের মধ্যে ঢুকতে হয়। এ ক্ষেত্রেও তাই হচ্ছে। ফলে তাঁকে ১০ কেজি ওজন কমাতে হয়েছে ইতিমধ্যেই। সেই ওজন যাতে না বাড়ে তার জন্য নিয়মিত ডায়েট এবং শরীর চর্চা করতে হচ্ছে (Bangla News)। পাশাপাশি, রানু কীভাবে হাঁটেন, কীভাবে কথা বলেন, তা আয়ত্বে আনতে তাঁর গানের ভিডিও, তাঁর নানা ইন্টারভিউ দেখছেন দিনরাত এক করে। আর পুজোর পরে দেখাও করে গেলেন অভিনয়ের সুবিধার্থে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Eshika Dey, Ranu Mandal