#মুম্বই: আজকাল প্রয়াশই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেলের নাম ৷ বোনের জনসংযোগের বিষয়টি পুরোটাই এখন সামলান রঙ্গোলি ৷ অ্যাসিড অ্যাটাক সারভাইভার রঙ্গোলিকে বারবার বি-টাউনের নানারকম অবিচার নিয়ে মুখ খুলতে দেখা যায় ৷ কাউকেই ছেড়ে কথা বলেন না রঙ্গোলি ৷ সম্প্রতি সুখবর দিলেন রঙ্গোলি ৷ দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি ৷ আগে রঙ্গোলি ও তাঁর স্বামী অজয়ের একটি পুত্র সন্তান রয়েছে ৷ ২ বাছর ৩ মাসের সেই খুদের নাম পৃথ্বী ৷ আর এবার মেয়ের মা হতে চলেছেন রঙ্গোলি ৷ তবে এই মেয়ের বায়োলজিক্যাল মা হবেন না তিনি ৷ দত্তক নেবেন এই কন্যাসন্তানকে ৷ সম্প্রতি একটি টুইটে রঙ্গোলি লিখেছেন, ‘‘আমার ইতিমধ্যেই একটি সন্তান রয়েছে। আমি আরও একটি সন্তান চাইছিলাম। আমি আর আমার স্বামী (অজয় চান্দেল) সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সমস্ত দম্পতিকেই উৎসাহিত করব সারোগেসির পথে না হেঁটে সন্তান দত্তক নেওয়ার পথে হাঁটতে। সারোগেট সন্তান হয়ত আপনার একান্তই নিজের হবে। তবে আমার মনে হয় যাঁরা ইতিমধ্যেই পৃথিবীতে এসে গিয়েছে, অথচ নিজের ঘর নেই, বাবা-মা নেই তাঁদের কে সেটা দেওয়া উচিত।’’
রঙ্গোলি আরও লেখেন, ‘‘আমাকে এই বিষয়ে আমার বোন কঙ্গনা উৎসাহিত করেছে ৷ অজয় আর আমি সমস্ত অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করেছি ৷ আশা করছি, আর কয়েক মাসের মধ্যেই আমাদের ছোট্ট মেয়ে আমাদের মধ্যে আসবে ৷ কঙ্গনা আমাদের মেয়ের নাম রেখেছে গঙ্গা ৷ আমরা খুবই ভাগ্যবান যে তাকে আমাদের ঘরে নিয়ে আসতে পারব ৷My sister has inspired us to do this, Ajay and I have done all the formalities hopefully in few months our baby girl will be with us, Kangana as named her Ganga so fortunate to be able to give home to a child
— Rangoli Chandel (@Rangoli_A) February 21, 2020
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adaptation, Baby Girl, Kangana Ranaut, Rangoli Chandel