Rakhi Sawant: সলমনের নাম নিয়ে কাঁদতে কাঁদতে মুম্বইয়ের রাস্তায় মাথা ঠুকলেন রাখি সাওয়ান্ত! তারপর....

Last Updated:

তাঁদের সাহায্যেই আজ তাঁর মা সম্পূর্ণ সুস্থ হতে পেরেছেন, সে কথাও বলেন রাখি । ফুটপাতে উপুর হয়ে শুয়ে পড়ে ভাইজানদের উদ্দেশ্যে গড় হয়ে প্রণাম জানান তিনি ।

#মুম্বই: মূলত বিতর্ক মূলক মন্তব্যের জন্যই খবরের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত। বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন বলা হয় তাঁকে । বিগ বস ১৪ (Bigg Boss 14)-র ফাইনালিস্ট রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)-কে আজকাল প্রায়ই দেখা যায় পাপারাৎজিদের ক্যামেরার সামনে । বিগ বস-এর ঘরে থাকাকালীনই প্রকাশ্যে এসেছিল রাখির মায়ের অসুস্থতার খবর । জানা গিয়েছিল তিনি ক্যান্সারে আক্রান্ত । খুব শীঘ্রই তাঁর অস্ত্রোপচার প্রয়োজন । আর তার জন্য চাই প্রচুর টাকা । সেই টাকা দিয়ে রাখিকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন সলমন খান ও তাঁর ভাই সোহেল খান । সে জন্য আগেও খান ভাইদের কৃতজ্ঞতা জানিয়েছিলেন রাখি ।
অবশেষে রাখির মা জয়া সাওয়ান্তের অপারেশন সফল হয়েছে । তাঁর শরীরে থাকা বিশাল আকাশ ক্যান্সার যুক্ত টিউমারটি বের করে আনা সম্ভব হয়েছে । এখন রাখির মা সম্পূর্ণ সুস্থ এবং তিনি ক্যান্সার মুক্ত । আর সে কারণেই ভাইজানকে অকুন্ঠ ধন্যবাদ জানিয়েছেন রাখি । মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে পাপারাৎজিদের সামনে মায়ের অস্ত্রোপচার সফল হওয়ার সুখবরটি সকলকে জানান । এর পাশাপাশি, সলমন ও সোহেল খানকে তাঁর জীবনের ‘অ্যাঞ্জেল’, ‘মাসিহা’ অর্থাৎ ঈশ্বরের দূত বলেও সম্বোধন করেন । তাঁদের সাহায্যেই আজ তাঁর মা সম্পূর্ণ সুস্থ হতে পেরেছেন, সে কথাও বলেন রাখি । ফুটপাতে উপুর হয়ে শুয়ে পড়ে ভাইজানদের উদ্দেশ্যে গড় হয়ে প্রণাম জানান তিনি । ভারতের সবচেয়ে বড় ক্যান্সার স্পেশালিস্ট সঞ্জয় শর্মার তত্ত্বাবধানে তাঁর মায়ের অপারেশ হয়েছে বলে জানা গিয়েছে । শুধু রাখি সাওয়ান্ত নন, তাঁর সঙ্গে রাখির মা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সালমান খান ও তাঁর পরিবারকে ।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি বিগ বস ১৪-তে ফাইনালিস্টের মধ্যে অন্যতম ছিলেন রাখি সাওয়ান্ত । তবে তিনি চ্যাম্পিয়ন হতে পারেননি । এ বছর বিগ বসের বিজেতা হয়েছেন রুবিনা দিলায়িক । তবে শেষ রাউন্ড পর্যন্ত টিকে থাকার কারণে ১৪ লাখ টাকা পুরস্কার মূল্য পেয়েছিলেন রাখি ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant: সলমনের নাম নিয়ে কাঁদতে কাঁদতে মুম্বইয়ের রাস্তায় মাথা ঠুকলেন রাখি সাওয়ান্ত! তারপর....
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement