#মুম্বই : পর্নোগ্রাফি মামলার (Raj Kundra Porn Case) তদন্তে ফের একবার পুলিশি জেরার মুখে পড়তে পারেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রার(Raj Kundra) স্ত্রীর ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার পরেই দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে তলব করতে পারে মুম্বই পুলিশ (Mumbai Police)। ফোন ক্লোন করার অর্থ, শিল্পার ফোনের সব তথ্য চলে আসবে তদন্তকারীদের হাতে। সেই সঙ্গে শিল্পার ফোনে কোনও গোপন নথি রয়েছে কি না, কিংবা তাঁর ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তা-ও তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা। অর্থাৎ শুধু রাজই নন, তদন্তকারীরা যে শিল্পাকেও সহজে ছাড়তে চাইছেন না, তা এক প্রকার স্পষ্ট গোয়েন্দাদের বক্তব্য থেকে।
এদিকে ম্যাজিস্ট্রেট কোর্টে দ্বিতীয়বারও খারিজ হয়েছে স্বামী রাজ কুন্দ্রার জামিনের আবেদন। তাই পর্নকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রা গত শুক্রবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার জানা গেল, আগামিকাল (মঙ্গলবার) অভিযুক্তের আর্জি শুনবে উচ্চ আদালত। আপতত মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রয়েছেন রাজ কুন্দ্রা, গত শুক্রবার এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হলে রাজ কুন্দ্রার কাস্টডির মেয়াদ ২৭শে জুলাই পর্যন্ত বাড়িয়ে দেন বিচারক।
গত শুক্রবারই শিল্পাকে ৬ ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ। রাজের অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিয়ো প্রকাশ পেত, সেই বিষয়ে অবগত ছিলেন না বলেই জানিয়েছিলেন শিল্পা। বলেছিলেন, সেই অ্যাপের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই। একই সঙ্গে নিজের স্বামীর পক্ষে তাঁর যুক্তি ছিল, যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন বানাতেন না বলেই দাবি করেন শিল্পা। মুম্বই পুলিশ জানিয়েছিল, শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে চিহ্নিত করেন শুক্রবার।
রাজ কুন্দ্রার গ্রেফতারির পর ইতিমধ্যেই রাজ এবং শিল্পার বাড়িতে দু’বার তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। আধিকারিকদের সঙ্গে রাজও সেখানে ছিলেন। পাওয়া গিয়েছে একটি গুপ্ত আলমারি। যেখানে নতুন কিছু চিত্রনাট্য পাওয়া গিয়েছে। তা ছাড়াও তদন্তকারীদের দাবি, সেখান থেকে অঢেল ছবি ও ভিডিয়ো উদ্ধার করা হয়েছে তারকা দম্পতির বাড়ি থেকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai, Pornography, Raj Kundra, Shilpa Shetty Kundra