Rahul Vaidya-Disha Parmar Wedding|| এখনও নিমন্ত্রণ হয়নি, ঠিক হয়নি পোশাকও! বিয়ে নিয়ে চরম হতাশ রাহুল বৈদ্য, কিন্তু কেন?

Last Updated:

সাম্প্রতিক এক সাক্ষাৎকার রাহুল বৈদ্য বিয়ে নিয়ে কিছু কথা শেয়ার করে নিলেন সবার সঙ্গে।

#মুম্বই: গায়ক নিজে যা-ই বলুন, বিয়ের মজলিস কিন্তু বেশ জমে উঠেছে বৈদ্য পরিবারে। জোরকদমে চলছে সঙ্গীতের প্রস্তুতি, নাচের মহড়া দিতে ব্যস্ত পরিবারের সদস্যরা। যার একটা ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এর আগে শেয়ার করেছিলেন রাহুল বৈদ্য (Rahul Vaidya)। আর এ বার তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কিছু কথা শেয়ার করে নিলেন সবার সঙ্গে।
যে কোনও পরিবারেই বিয়ের পোশাক নির্দিষ্ট তারিখের অনেক আগেই ঠিক করা থাকে, সেলিব্রিটিদের ক্ষেত্রে তার আরও কড়াকড়ি দেখা যায়। এক্ষেত্রে অন্যকে টেক্কা দেওয়ার একটা ব্যাপার থাকে, সোশ্যাল মিডিয়ায় যাতে বিয়ের পোশাক নিয়ে ট্রোলড হতে না হয়, খেয়াল রাখতে হয় সেটাও। দেখা গেল যে রাহুল সে সব নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। তিনি দাবি করছেন যে তাঁর হবু স্ত্রী দিশা পারমার (Disha Parmar) বিয়ের পোশাক ঠিক করে ফেললেও তাঁর বেলায় সব কিছু অগোছালো হয়ে রয়েছে। "এখনও আমার বিয়ের পোশাক ঠিক করা হয়নি, তবে এবার কিছু একটা করতেই হবে, না হলে জিনস আর টি-শার্ট পরে বিয়ে করা ছাড়া উপায় থাকবে না", হাসতে হাসতে জানিয়েছেন গায়ক।
advertisement
তবে এর ঠিক পরেই তাঁর গলায় অল্প হলেও ঝরে পড়েছে হতাশা আর ক্লান্তি! "বিয়ের কাজ নিয়ে অনেকটাই খাটতে হচ্ছে, যা দেখছি, আরও বেশ কয়েকটা রাত আমায় না ঘুমিয়ে কাটাতে হবে। এখনও কাউকে বিয়ের কার্ড পাঠানো হয়নি, কে জানে কী ভাবে এত কাজ মিটবে", বলছেন রাহুল!
advertisement
পাশাপাশি, বিয়ে নিয়ে গায়কের মনে সব ব্যাচেলরের মতো একটা উদ্বেগও রয়েছে। এর ঠিক আগেই তিনি জানিয়েছিলেন সে কথা। বলেছিলেন যে তিনি আর দিশা লিভ-ইন সম্পর্কে ছিলেন না, ফলে পরস্পরের সঙ্গে থাকার অভিজ্ঞতা তাঁদের নেই। তাই তাঁর মনে ক্ষীণ একটা ভয় রয়ে গিয়েছে- পাছে বিয়ের পর একসঙ্গে থাকতে থাকতে তাঁর কোনও আচরণে শকড হন স্ত্রী!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Vaidya-Disha Parmar Wedding|| এখনও নিমন্ত্রণ হয়নি, ঠিক হয়নি পোশাকও! বিয়ে নিয়ে চরম হতাশ রাহুল বৈদ্য, কিন্তু কেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement