নেমন্তন্ন পাননি, তাও প্রিয়াঙ্কার অবহেলিত পৈতৃক বাড়ি সাজাচ্ছেন প্রতিবেশীরা!

অবশেষে সেই বাড়িকে সাজানোর দায়িত্ব নিলেন প্রতিবেশীরাই ৷ যদিও প্রিয়াঙ্কার এই কয়েকশ কোটি টাকার বিয়েতে নেমন্তন্ন পাননি তাঁরা কেউই ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: মুম্বইয়ে তাঁর বাস, মার্কিন মুলুকে চাষ... আর বিবাহ বাসর যোধপুরে ৷ আর পৈতৃক যে বাড়ি, তাতে আজ না আছে একটা আলো, না একটু ফুল, না বাজছে সানাই ৷ এদিকে হাসির ফোয়ারা ছুটছে উমেদ ভবনে, মেহেন্দি-সঙ্গীত-পার্টি-বিয়েতে মাতোয়ারা হচ্ছে যোধপুর ৷ অন্যদিকে, উত্তরপ্রদেশের বড়েলির সেই তালাবন্ধ বাড়িটায় আজ বড়ই অন্ধকার ৷অবশেষে সেই বাড়িকে সাজানোর দায়িত্ব নিলেন প্রতিবেশীরাই ৷ যদিও প্রিয়াঙ্কার এই কয়েকশ কোটি টাকার বিয়েতে নেমন্তন্ন পাননি তাঁরা কেউই ৷ স্থানীয়রা জানাচ্ছেন, শুক্রবার পর্যন্ত এই বাড়িতে একটাও আলো জ্বলেনি ৷ মেয়ের বিয়ে নিয়ে এখন বড়ই ব্যস্ত চোপড়া পরিবার ৷ তাই হয়তো এই বাড়ির দিকে তাঁদের নজর দেওয়ার সময় হয়নি তাঁদের ৷ বা হয়তো তাঁরা এই বাড়ির কথাই ভুলে গিয়েছেন ৷এই বাড়ির রক্ষণাবেক্ষণ করেন পরমেশ্বর রাই পাণ্ডে নামের এক ব্যক্তি ৷ News18-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই বাড়ি তিনি একাই দেখাশোনা করেন ৷ তাই তাঁর একার পক্ষে তা সাজানো সম্ভব ছিল না ৷ রাধেশ্যাম স্মৃতি সমারোহ আয়োজন সমিতি নামে স্থানীয় একটি সংগঠন শেষ পর্যন্ত এই উদ্যোগ নেন। তারপরেই আলোর মালায় সেজে ওঠে প্রিয়াঙ্কার বাড়ি ৷পিটিআই-কে পান্ডে জানান, প্রিয়াঙ্কার তরফে বিয়েতে তাঁদের কোনও আমন্ত্রণ জানানো হয়নি ৷ এমনকি সৌজন্য কার্ডও পাঠানো হয়নি ৷ তবু এলাকার বাসিন্দারা মিলে তাঁদের ‘মেয়ের’ বিয়ে সেলিব্রেট করেছেন ৷ আলোয় বাড়ি সাজানো থেকে শুরু করে, সকলকে মিষ্টি বিতরণও করেছেন তাঁরা ৷

    First published:

    Tags: Ancestral home, Bareilly, Jodhpur, Priyanka Nick Wedding, Umed Bhawan, Uttar Pradesh