#মুম্বই: মুম্বইয়ে তাঁর বাস, মার্কিন মুলুকে চাষ... আর বিবাহ বাসর যোধপুরে ৷ আর পৈতৃক যে বাড়ি, তাতে আজ না আছে একটা আলো, না একটু ফুল, না বাজছে সানাই ৷ এদিকে হাসির ফোয়ারা ছুটছে উমেদ ভবনে, মেহেন্দি-সঙ্গীত-পার্টি-বিয়েতে মাতোয়ারা হচ্ছে যোধপুর ৷ অন্যদিকে, উত্তরপ্রদেশের বড়েলির সেই তালাবন্ধ বাড়িটায় আজ বড়ই অন্ধকার ৷অবশেষে সেই বাড়িকে সাজানোর দায়িত্ব নিলেন প্রতিবেশীরাই ৷ যদিও প্রিয়াঙ্কার এই কয়েকশ কোটি টাকার বিয়েতে নেমন্তন্ন পাননি তাঁরা কেউই ৷ স্থানীয়রা জানাচ্ছেন, শুক্রবার পর্যন্ত এই বাড়িতে একটাও আলো জ্বলেনি ৷ মেয়ের বিয়ে নিয়ে এখন বড়ই ব্যস্ত চোপড়া পরিবার ৷ তাই হয়তো এই বাড়ির দিকে তাঁদের নজর দেওয়ার সময় হয়নি তাঁদের ৷ বা হয়তো তাঁরা এই বাড়ির কথাই ভুলে গিয়েছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ancestral home, Bareilly, Jodhpur, Priyanka Nick Wedding, Umed Bhawan, Uttar Pradesh