নেমন্তন্ন পাননি, তাও প্রিয়াঙ্কার অবহেলিত পৈতৃক বাড়ি সাজাচ্ছেন প্রতিবেশীরা!

Last Updated:

অবশেষে সেই বাড়িকে সাজানোর দায়িত্ব নিলেন প্রতিবেশীরাই ৷ যদিও প্রিয়াঙ্কার এই কয়েকশ কোটি টাকার বিয়েতে নেমন্তন্ন পাননি তাঁরা কেউই ৷

#মুম্বই: মুম্বইয়ে তাঁর বাস, মার্কিন মুলুকে চাষ... আর বিবাহ বাসর যোধপুরে ৷ আর পৈতৃক যে বাড়ি, তাতে আজ না আছে একটা আলো, না একটু ফুল, না বাজছে সানাই ৷ এদিকে হাসির ফোয়ারা ছুটছে উমেদ ভবনে, মেহেন্দি-সঙ্গীত-পার্টি-বিয়েতে মাতোয়ারা হচ্ছে যোধপুর ৷ অন্যদিকে, উত্তরপ্রদেশের বড়েলির সেই তালাবন্ধ বাড়িটায় আজ বড়ই অন্ধকার ৷
অবশেষে সেই বাড়িকে সাজানোর দায়িত্ব নিলেন প্রতিবেশীরাই ৷ যদিও প্রিয়াঙ্কার এই কয়েকশ কোটি টাকার বিয়েতে নেমন্তন্ন পাননি তাঁরা কেউই ৷ স্থানীয়রা জানাচ্ছেন, শুক্রবার পর্যন্ত এই বাড়িতে একটাও আলো জ্বলেনি ৷ মেয়ের বিয়ে নিয়ে এখন বড়ই ব্যস্ত চোপড়া পরিবার ৷ তাই হয়তো এই বাড়ির দিকে তাঁদের নজর দেওয়ার সময় হয়নি তাঁদের ৷ বা হয়তো তাঁরা এই বাড়ির কথাই ভুলে গিয়েছেন ৷
advertisement
advertisement
এই বাড়ির রক্ষণাবেক্ষণ করেন পরমেশ্বর রাই পাণ্ডে নামের এক ব্যক্তি ৷ News18-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই বাড়ি তিনি একাই দেখাশোনা করেন ৷ তাই তাঁর একার পক্ষে তা সাজানো সম্ভব ছিল না ৷ রাধেশ্যাম স্মৃতি সমারোহ আয়োজন সমিতি নামে স্থানীয় একটি সংগঠন শেষ পর্যন্ত এই উদ্যোগ নেন। তারপরেই আলোর মালায় সেজে ওঠে প্রিয়াঙ্কার বাড়ি ৷
advertisement
পিটিআই-কে পান্ডে জানান, প্রিয়াঙ্কার তরফে বিয়েতে তাঁদের কোনও আমন্ত্রণ জানানো হয়নি ৷ এমনকি সৌজন্য কার্ডও পাঠানো হয়নি ৷ তবু এলাকার বাসিন্দারা মিলে তাঁদের ‘মেয়ের’ বিয়ে সেলিব্রেট করেছেন ৷ আলোয় বাড়ি সাজানো থেকে শুরু করে, সকলকে মিষ্টি বিতরণও করেছেন তাঁরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
নেমন্তন্ন পাননি, তাও প্রিয়াঙ্কার অবহেলিত পৈতৃক বাড়ি সাজাচ্ছেন প্রতিবেশীরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement