প্রিয়াঙ্কা কি সত্যিই গর্ভবতী? সত্যিটা জানালেন মা মধু চোপড়া
Pic: Instagram
ছবিটিতে পিসি-র ‘বেবি বাম্প’ স্পষ্ট দেখা যাচ্ছে ৷ ওই ছবি দেখেই নেটিজেনদের সন্দেহ হয় প্রিয়াঙ্কা হয়তো মা হতে চলেছেন ৷ এতদিন এ নিয়ে মুখ খোলেননি প্রিয়াঙ্কা ৷
#মুম্বই:সত্যিই কী বিয়ের দু’মাসের মধ্যে এল সুখবর? সত্যিই কী সন্তানসম্ভবা প্রিয়াঙ্কা চোপড়া?গত ডিসেম্বরে ১০ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পিগি চপস ৷কিন্তু মাত্র ২ মাস যেতে না যেতেই গুঞ্জন শোনা গিয়েছিল প্রিয়াঙ্কা নাকি মা হতে চলেছেন ৷ তার কারণ ছিল, একটা ছবি ৷ ছবিটি কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে একটি চেক শর্ট স্কার্ট আর ব্লেজার পরেছেন প্রিয়াঙ্কা ৷ কিন্তু ছবিটিতে পিসি-র ‘বেবি বাম্প’ স্পষ্ট দেখা যাচ্ছে ৷ ওই ছবি দেখেই নেটিজেনদের সন্দেহ হয় প্রিয়াঙ্কা হয়তো মা হতে চলেছেন ৷ এতদিন এ নিয়ে মুখ খোলেননি প্রিয়াঙ্কা ৷তবে এ বার হাল ধরতে আসরে নামলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ৷ সাংবাদিদের প্রশ্নের উত্তরে মধু জানান, এই খবরের সত্যতা নেই ৷ ভুল ক্যামেরা অ্যাঙ্গেলের জন্যই ছবিটা ওই রকম দেখতে লাগছে ৷ এমনকি তিনি বলেন, যখন তিনি প্রিয়াঙ্কাকে এই খবরের কথা বলেন, প্রিয়াঙ্কা উত্তরে বলেছেন, ‘‘মাম্মা, গিভ মি এ ব্রেক ৷’’
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।